'নতুন কুড়ি'র পর বেশ অনেকটা বছর পর আমরাই সম্ভবত: এদেশে প্রথম আধুনিক রিয়েলিটি শো [ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ] শুরু করেছিলাম! এরপর 'সুপার হিরো সুপার হিরোইন', 'হা-শো', 'ট্যালেন্ট হান্ট', 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ', 'মিস কালচার অ্যান্ড ট্যুরিজম বাংলাদেশ' সহ এই প্যাটার্নের অসংখ্য অনুষ্ঠানের উপস্থাপক হয়ে উপস্থাপনা অথবা বিচারক হয়ে বিচারকার্য করেছি!
কখনো কারো প্রতি পক্ষপাতিত্ব বা অসদাচরণ করিনি! কিন্তু এই রিয়েলিটি শো এর নামে [বিশেষ করে একজন বিচারকের বিচারকার্যের পদ্ধতি ও অংশগ্রহণকারীদের প্রতি ব্যবহার] সাম্প্রতিক একটি অনুষ্ঠানে যা হচ্ছে-- তা ভয়ংকরভাবে নীতিবিরুদ্ধ, নিন্দনীয়, অপ্রচারযোগ্য, অসমর্থনযোগ্য, দুঃখজনক এবং লজ্জাস্কর! আমি যারপরনাই বিস্মিত এবং হতভম্ব!
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক: সাংস্কৃতিক ব্যক্তিত্ব
বিডি প্রতিদিন/ফারজানা