১৬ এপ্রিল, ২০২১ ১৩:৫৪

পুলিশের আচরণে ক্ষুব্ধ হলে!

রহমান শেলী

পুলিশের আচরণে ক্ষুব্ধ হলে!

রহমান শেলী

মাঠে-ঘাটে দায়িত্বরত পুলিশের আচরণে আপনি উত্তেজিত হয়ে ফেইসবুকে স্ট্যাটাস না দিয়ে তাদের কর্তা ব্যক্তিকে জানান।

কীভাবে জানাবেন:

১. আমার অফিসের ফোন নাম্বারসহ ঠিকানা গুগল ম্যাপে এঁকে দেয়া আছে। আমার ইউনিটের কোনও পুলিশ সদস্যের সঙ্গে বাকবিতণ্ডা হলে আমাকে জানান।

২. ৯৯৯ বিশ্বমানের এখন। ফোন দিয়ে সাহায্য চাইলে আপনি পাবেন ১০০ পারসেন্ট। জরুরি সকল সেবার পাশাপাশি প্রয়োজনে সাহায্য পাবেন। (মূলতঃ এটি জরুরি সেবা নিয়ে কাজ করে। অপ্রয়োজনে জরুরী সেবাকে বিঘ্নিত না করাই ভালো।)

৩. পুলিশের নাম্বার হাটে-ঘাটে বাজারে পাওয়া যায়। মোড়ে মোড়ে সাইনবোর্ড টানানো আছে। 

৪. এপস বানিয়ে পুলিশের সকল নাম্বার দেয়া আছে।

৫. পুলিশের প্রত্যেকটি অফিসে অভিযোগ গ্রহণ করা হয়। অফিস প্রধান তা গুরুত্বসহকারে দেখেন।

বৃটিশরা পুলিশকে যে লাঠির ব্যবহার শিখিয়ে গেছে, তা থেকে আমরা এখন অনেক দূরে। আমরা পুলিশ বাহিনী নয়, পুলিশ সার্ভিস মানে সেবা হিসেবে কাজ করতে বদ্ধ পরিকর। এই জন্য বেশী বেশী আইন মানতে হবে। পুলিশকে সহযোগিতা করতে হবে। সবার সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়। জি, আইন মানলে দেশপ্রেম বাড়ে!

(ফেসবুক থেকে সংগৃহীত)

 লেখক: এসপি, পিবিআই, ঢাকা মেট্রো দক্ষিণ।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর