১২ নভেম্বর, ২০২২ ১০:২৪

‘ফেসবুকে নিজের কষ্ট দেখিয়ে অন্যদের আনন্দ দিয়ে লাভ কী?’

জাহারা মিতু

‘ফেসবুকে নিজের কষ্ট দেখিয়ে অন্যদের আনন্দ দিয়ে লাভ কী?’

জাহারা মিতু

ফেসবুক কোনো আদালত নয় যে, জীবনের সবকিছু ফেসবুকে নিয়ে আসতে হবে।

ফেসবুক হলো আত্মপ্রচারণার মাধ্যম মাত্র। নিজেকে পজিটিভ কিংবা নেগেটিভ, যেমন খুশি তেমন করেই মানুষের সামনে এখানে তুলে ধরতে পারবেন। মনগড়া স্ক্রিপ্টের সংমিশ্রণ হতে পারে আপনার ফেসবুক।

তাই ফেসবুকের প্রতিটি লেখাকেই সিরিয়াসলি নেয়া বোকামি। বিনোদনের মাধ্যম হিসেবে যতটুকু নেয়ার ততোটুকুই নিবেন। যদি মনের সবকথা কোথাও লিখে রাখতে হয়, তবে কাগজ-কলম হাতে তুলে নিন। ডায়েরিতে যা খুশি লিখুন, আপনার দুর্বলতা জানারও কেউ থাকলো না, আপনার কাছে ইমোশনের দলিলাদিও থেকে গেলো।

আপনার কষ্ট দেখে কষ্ট পায়, এমন মানুষ কিন্তু কমই আছে। ফেসবুকে নিজের কষ্ট দেখিয়ে অন্যদের আনন্দ দিয়ে লাভ কী?
  
ফেসবুকে সবসময় পার্টিমুডে থাকুন। জীবনের উপর দিয়ে যাই যাক, আপনার ফেসবুক প্রোফাইল দেখলে যেনো মনে হয় আপনি সবসময়ই “আই এ্যাম এ ডিসকো ডান্সার” গান ছেড়ে নাচানাচি করছেন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর