৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:৩৭

সন্তানদের সাথেই এইচএসসি পাস করলেন তারা!

খাগড়াছড়ি প্রতিনিধি

সন্তানদের সাথেই এইচএসসি পাস করলেন তারা!

খাগড়াছড়িতে সন্তানদের সাথে এইচএসসি পাস করেছেন দুই মা। পানছড়িতে মা-ছেলে এবং মা-মেয়ের একসাথে এইচএসসি পাস এলাকায় খুশির জোয়ার বইছে। 

২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেন মা মানেক পুতি চাকমা ও ছেলে সুমেন চাকমা। একইভাবে অংশ নেন মা রাবিয়া আক্তার ও মেয়ে ইসরাত জাহান। ফলাফলে ২ সন্তানের সাথে দুই তারা এইচএসসি পাস করেছেন। 

মানেক পুতি চাকমা পানছড়ি উপজেলার ২নং চেংগী ইউনিয়নের রত্নসেন পাড়ার সুলেন্দু বিকাশ চাকমার সহধর্মিনী। মা মানেক পুতি দিঘীনালা কলেজের উন্মুক্ত থেকে জিপিএ ৩.৬৭  পেয়ে এবং ছেলে সুমেন পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ ৩.৩৩ পেয়ে পাস করে। 

ছেলে সুমেন জানায়, মায়ের লেখাপড়ার আগ্রহ তাকে উৎসাহিত করে। মা সামনে আরও বড় ডিগ্রি অর্জন করবে এটাই তার আশা।

অপরদিকে রাবিয়া আক্তার ৩নং পানছড়ি ইউপির ইসলামপুর গ্রামের মো: ইকবাল হোসেনের সহধর্মিনী। মা রাবিয়া আক্তার খাগডাছড়ি সরকাররি কলেজের উন্মুক্ত থেকে জিপিএ ৩.৮৯ আর মেয়ে ইসরাত জাহান খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে জিপিএ ৪.০০ পেয়ে পাস করেছে। পাড়া কেন্দ্রে শিক্ষকতার পাশাপাশি প্রাইভেট-টিউশনি নিয়ে ব্যস্ত থাকতেন রাবিয়া। ভবিষ্যতে উচ্চতর ডিগ্রী নেওয়ার ইচ্ছেও রয়েছে তার। মা-মেয়ের একত্রে ফলাফলে মা-বাবা দু'জনেই খুব খুশি। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর