রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

জামায়াত-হেফাজত বর্জনে বিএনপিকে চাপ দিন

তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জামায়াত-বিএনপি-হেফাজত বাংলাদেশে জঙ্গিবাদ, মিথ্যাচার ও গুজব উৎপাদনের কারখানা। গণতন্ত্রকে নিরাপদ করতে এবং শান্তি দিতে হলে বিএনপির মালিকানাধীন জঙ্গিবাদ, মিথ্যাচার ও গুজব উৎপাদনের কারখানা বন্ধ করতে হবে। তিনি বিদেশি বন্ধু ও সুশীল সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা সরকারের সমালোচনার পাশাপাশি জঙ্গিবাদী জামায়াত-হেফাজতকে বর্জনের জন্য বিএনপির প্রতি চাপ প্রয়োগ করুন, খোলা চিঠি দিন। তথ্যমন্ত্রী গতকাল দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে ইনু বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিএনপির সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই। তাদের দাবির সঙ্গে আমাদের সংঘাত নেই। বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। কিন্তু বিএনপি যুদ্ধাপরাধী জামায়াতকে রক্ষা এবং ঘোলা পানিতে মাছ শিকারের লক্ষ্যে আলোচনার টেবিল থেকে সরে আছে।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপনসহ নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি কুষ্টিয়া টাউন হলে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন।

সর্বশেষ খবর