রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

লক্ষ্মীপুরে গুলিতে জামায়াতের নায়েবে আমির নিহত

অভিযোগ র‌্যাবের বিরুদ্ধে

লক্ষ্মীপুরে জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমদ নিহত হয়েছেন। র‌্যাবের বিরুদ্ধে তার পরিবারের অভিযোগ র‌্যাব তাকে গুলি করে বাসভবনের ৩য় তলার ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে। তবে র‌্যাব জানায়, তারা ফয়েজ আহমদকে গুলি করেননি। ছাদ থেকে পড়ে তিনি আহত হয়ে মারা গেছেন। পুলিশ জানায়, বিষয়টি তদন্তাধীন। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত জামায়াত নেতা ডাক্তার ফয়েজ আহমদের লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাওয়া যায়। কে বা কারা তাকে হাসপাতালে নিয়ে যায় তা বলতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ । তবে নিহতের স্ত্রী মার্জিয়া বেগম অভিযোগ করে বলেন, গভীর রাতে ২-৩টি গাড়ি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে র‌্যাব ও কিছু মুখোশধারী লোক বাসায় প্রবেশ করে। এ সময় তাকে জোরপূর্বক ছাদে নিয়ে মাথায় গুলি করে ছাদ থেকে ফেলে দেয় এবং তার ছেলে বেলালকে দেখামাত্র গুলি করার হুমকি দেয় বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরজুড়ে র‌্যাবের টহল অব্যাহত রয়েছে।নিরুত্তাপ হরতাল: দলীয় নেতা-কর্মী হত্যার প্রতিবাদে গতকাল জেলা বিএনপির আহ্বানে সকাল-সন্ধ্যা নিরুত্তাপ হরতাল পালিত হয়। হরতালের সমর্থনে জেলার কোথাও কোনো মিছিল কিংবা পিকেটিং করতে দেখা যায়নি। বাস টার্মিনাল থেকে কোনো যানবাহন ছেড়ে যায়নি।

 

 

সর্বশেষ খবর