গত তিন দিনের টানা বিক্ষোভে অচলাবস্থা তৈরি হয়েছে পাকিস্তানে। তার মধ্যেই গতকাল সরকারবিরোধী বিক্ষোভকারীরা জাতীয় টেলিভিশনের (পিটিভি) সদর দফতরে ভাঙচুর চালায়। এ অবস্থায় প্রায় ৪৫ মিনিট বন্ধ হয়ে যায় সম্প্র্রচার। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি সামলানোর পর ফের চালু হয় সম্প্র্রচার। গতকাল নতুন করে বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
এদিকে গতকাল দুপুরে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে নওয়াজ সেনাপ্রধানকে জানিয়েছেন তিনি ক্ষমতা ছাড়ছেন না। পাকিস্তান এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকা এ তথ্য জানিয়েছে। যদিও এর আগে পাকিস্তানে গুজব ছড়িয়ে পড়ে নওয়াজ শরিফ পদত্যাগ করেছেন। এদিকে জাতীয় টিভি ভবনে হামলার অভিযোগে বিক্ষোভকারীদের নেতা পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফের প্রধান ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খান ও ধর্মীয় নেতা তাহির-উল-কাদরির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। এদিকে জাতীয় টিভি ভবনে হামলার অভিযোগে বিক্ষোভকারীদের নেতা পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফের প্রধান ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খান ও ধর্মীয় নেতা তাহির-উল-কাদরির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। এদিকে ইমরান ও কাদরির অনমনীয় মনোভাব, অন্য দিকে সাম্প্রতিক ঘটনায় পাক সেনার ‘নাক না গলানো’র সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সমস্যা আরও বাড়িয়েছে বলে মনে করছে সে দেশের রাজনৈতিক মহল। গত তিন দিন ধরে চলা একটানা আন্দোলন এবং সংঘর্ষের জেরে এখন পর্যন্ত নিহত হয়েছেন তিনজন এবং আহতের সংখ্যা পাঁচশ ছাড়িয়ে গেছে।
সম্প্রচার বন্ধ হয় পিটিভির : গতকাল সকাল থেকেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ দিন সকালে ইসলামাবাদে পিটিভির সদর দফতরে ঢুকে পড়েন প্রায় ৮০০ বিক্ষোভকারী। ক্যামেরা ভাঙচুরের পাশাপাশি তারা কন্ট্রোল রুমের ভিতরেও ঢোকেন। বন্ধ করে দেওয়া হয় খবর সম্প্রচার। ৪৫ মিনিট সম্পচার বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। তারা এসে বিক্ষোভকারীদের পিটিভির কার্যালয় থেকে বের করে দেয়। এরপর ফের চালু হয় খবর সম্প্র্রচার। এই ভাঙচুরের ঘটনায় অভিযোগ পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফের দিকে হলেও, দলের প্রধান ইমরান খান পিটিভির দফতরে ভাঙচুরের দায় স্বীকার করেননি। তিনি বলেন, ‘পিটিভির দফতরে হামলার ঘটনায় আমাদের কোনো কর্মী জড়িত নয়। দলীয়ভাবে কাউকে প্রধানমন্ত্রীর বাসভবনসহ কোনো দফতরেই ঢোকার নির্দেশ দেওয়া হয়নি।’ এদিকে বিক্ষোভকারীরা গতকালও পার্লামেন্ট ভবন ও প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদুনে গ্যাস ছোড়ে ও লাঠিচার্জ শুরু করে।
ইমরান ও কাদরির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা : নওয়াজের নামে পিটিশন : পাকিস্তানের জাতীয় টিভি ভবন ও সচিবালয়ে ভাঙচুরের অভিযোগে ইমরান খান ও ড. তাহির-উল-কাদরির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। এ ছাড়া এ দুজনের নামে রাজধানীর রেড জোনে ভাঙচুর করার অভিযোগে দায়ের করা হয়েছে আরও একটি সন্ত্রাসবিরোধী মামলা। মামলাগুলোয় আরও কয়েকশ জনকে আসামি করা হয়েছে। এর বিপরীতে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ক্ষমতায় থাকার বৈধতা চ্যালেঞ্জ করে তার বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করা হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় সংসদে দাঁড়িয়ে নওয়াজ শরিফ অসত্য কথা বলে শপথ ভঙ্গ করেছেন। এদিকে এরই মধ্যে সিন্ধু প্রদেশে ইমরান খানের পিটিআই দলের সংসদ সদস্যরা পদত্যাগ করেছেন। আলতাফ হোসেইনের নেতৃত্বাধীন মুত্তাহিদা কওমি মুভমেন্ট চলমান আন্দোলনে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে। সর্বশেষ খবর পর্যন্ত বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবন নওয়াজের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক- পাকিস্তানের ক্ষমতাবান সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সেনাপ্রধান আলোচনার মাধ্যমে চলমান সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে। সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর নওয়াজ শরিফ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন। এর মধ্যে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা খুরশিদ শাহ, মাহমুদ শাহ আচাকজাই, ইজাজুল হক, বাবর ঘুরি, ফারুক সাত্তার, গুলাম বিলৌর, আফতাব শেরপাও এবং মাওলানা ফজলুর রহমান রয়েছেন। এর আগে, জেনারেল রাহিল রবিবার রাতে সামরিক বাহিনীর কোর কমান্ডারদের সঙ্গে চার ঘণ্টাব্যাপী বৈঠক করেন। ডন বলেছে, এ আলোচনার মাধ্যমে সেনাপ্রধান প্রধানমন্ত্রীর প্রতিই আস্থা রাখতে চাইছেন।
ক্ষমতা না ছাড়ার ঘোষণা নওয়াজের : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশটির সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফকে জানিয়ে দিয়েছেন যে, তিনি ক্ষমতা ছাড়বেন না। নওয়াজ শরীফ বলেছেন, ইমরান খান ও তাহিরুল কাদরির নেতৃত্বাধীন চলমান আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ার কোনো কারণ নেই। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, প্রধানমন্ত্রী ও সেনাপধ্রানের মধ্যে বৈঠক দুই ঘণ্টা স্থায়ী হয়। এ সময় সেনাপ্রধান নওয়াজ শরিফের সামনে কয়েকটি অপশন তুলে ধরেন যার মধ্যে এক মাসের জন্য পদত্যাগের কথাও ছিল যাতে করে ২০১৩ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ তদন্ত করা যায়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
দুই দিনের মধ্যে নওয়াজের বিদায়ের চ্যালেঞ্জ ইমরানের : চলমান আন্দোলনের প্রধান নেতা ইমরান খান বলেছেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শাসনের অবসান ঘটানোর সময় এসে গেছে। রাজধানী ইসলামাবাদে রেড জোনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের উদ্দেশে গতকাল বিকালে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইমরান বলেন, ‘সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে আমরা নওয়াজকে বিদায় জানাব।’ ইমরান অভিযোগ করেছেন, আজ (গতকাল) সকালেও তার দলের এক কর্মীকে হত্যা করা হয়েছে।
শিরোনাম
- কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গুলি, দায় স্বীকার খালিস্তানি নেতার
- তিন মাস পর জানা গেল আত্মহত্যা নয়, হত্যা
- ‘স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে, সে লক্ষ্যে কাজ করছে ঐকমত্য কমিশন’
- শেরপুরে গ্রেফতার ৩০ বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদি নজরুল
- ৬২৩টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া : জেলেনস্কি
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি
- শরীরে পোকা, পচে গেছে মস্তিষ্ক— অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য
- গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্ট ১৪ জুলাই
- পাথর মেরে বর্বরোচিত হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ
- বাগেরহাটে তিন হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা
- তিতাসে গলাকাটা লাশের পরিচয় মিলেছে
- রাজবাড়ীর পদ্মাপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি
- বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি বেবিচক’র
- কক্সবাজার আ. লীগ অফিস এখন পৌর স্বাস্থ্যকেন্দ্র
- ধুনটে পুলিশকে কুপিয়ে হ্যান্ডকাপসহ পালানো সেই আসামি গ্রেপ্তার
- ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৫ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
- কিছু দল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা নিতে তৎপর : প্রিন্স
- বগুড়ায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক পরামর্শ সভা
- ছাত্রদল শহীদ পরিবারের পাশে সন্তানের মতো থাকবে : রাকিব
- হবিগঞ্জে ১৩৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
বিক্ষোভে উত্তাল পাকিস্তান নানা নাটকীয়তা
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর