দেশজুড়ে নকল, ভেজাল ও নিুমানের ওষুধ উৎপাদন ও বিপণন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সারা দেশে ওষুধ বাণিজ্যের এই অরাজক পরিস্থিতির জন্য ওষুধ প্রশাসন অধিদফতরের লাইসেন্সপ্রাপ্ত কারখানাগুলোরই মুখ্য ভূমিকা রাখার অভিযোগ উঠেছে। কঠোর মনিটরিং ও কার্যকর শাস্তির ব্যবস্থা না থাকায় ভেজালকারীরা বেপরোয়া। যেসব কোম্পানি নকল ও ভেজাল ওষুধ তৈরির দায়ে অভিযুক্ত, সেগুলোই ঘুরে-ফিরে বার বার এ তৎপরতায় লিপ্ত। এসব ওষুধ ব্যবহার করে বিপুলসংখ্যক মানুষ সুস্থ হওয়ার পরিবর্তে নতুন করে স্বাস্থ্যগত জটিলতায় পড়ছেন।
ভেজাল ওষুধ বিপণনে রাজধানীর মিটফোর্ড কেন্দ্রিক ব্যবসায়ীদের সিন্ডিকেট, ফার্মেসিগুলোর সংগঠন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কোনো কোনো নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দেশজুড়ে সংঘবদ্ধভাবে গড়ে উঠেছে নকল-ভেজাল ওষুধের বিশাল নেটওয়ার্ক। ওষুধ বিশেষজ্ঞরা বলেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে এই অপরাধীদের তৎপরতা কমে আসবে।
ওষুধ বাজারে সরকারের কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় ফার্মেসিগুলোতে নিয়মিত বিক্রি হচ্ছে ভেজাল, নকল ও নিুমানের ওষুধ। খোদ রাজধানী ঢাকা ও পাশের এলাকাগুলোতে ভেজাল ওষুধের কারখানা গড়ে উঠেছে। গত কয়েকদিনে তিনটি কারখানায় অভিযান চালিয়ে কোটি কোটি টাকার ওষুধ বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। কিন্তু পুলিশি অভিযানে এসব কারখানা বন্ধ হলেও ঠিকানা পাল্টে পুরনো উদ্যোক্তারাই আবার ভেজাল ও নকল বাণিজ্যে সক্রিয় হয়ে ওঠে। রাজধানীর বনানীতে ৭ মে লাইসেন্সবিহীন একটি ওষুধ তৈরির কারখানায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ওষুধ প্রশাসনের অনুমোদন না থাকা ও নিুমানের ওষুধ তৈরির অপরাধে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। মালিক মো. মঈনউদ্দিনকে জেল-জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ১১ মে গ্লোব ল্যাবেরেটরি নামের একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে উৎপাদিত কোটি টাকা মূল্যের ওষুধ ধ্বংস করে স্বাস্থ্যবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির গঠিত বিশেষজ্ঞ দল। প্রতিষ্ঠানটির শ্রমিক সাইদুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তবে মালিক পলাতক। ১৯ মে মোহাম্মদপুরের বছিলা এলাকায় ইগো ফার্মা নামের কারখানায় নোংরা পরিবেশে কেমিস্টস ও ল্যাবরেটরি ছাড়া শুধু শ্রমিক দিয়ে ওষুধ তৈরির সময় ৫০ লাখ টাকার ভেজাল ওষুধ উদ্ধার করে র্যাব-২। কারখানার মালিক শহীদ পারভেজকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনাকারী র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান জানান, লাইসেন্স থাকলেও কোম্পানিটি অদক্ষ লোক দিয়ে মানহীন ও ভেজাল আয়ুর্বেদীয় ওষুধ প্রস্তুত ও বাজারজাত করছিল। মিটফোর্ডের কয়েকজন ব্যবসায়ী জানান, নকলবাজদের গ্রেফতার করার পর তারা জামিনে ছাড়া পেয়ে আবারও নকল-ভেজাল ওষুধ তৈরি ও বিক্রি করছে। সূত্র জানায়, ভেজাল, নকল ও নিুমানের ওষুধ শনাক্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর শৈথিল্যের অভিযোগ রয়েছে। দেশে দুটি ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির একটি মহাখালী এবং অন্যটি চট্টগ্রামে। ভেজাল ওষুধের বিস্তারের পরও এই ল্যাবের ব্যবহার খুব কমই হয়। অন্যদিকে মানহীন-নকল ওষুধ জব্দ করে ল্যাবরেটরিতে নেওয়ার পর সেগুলো বদলে ফেলা হয়। পরীক্ষার আগেই পাল্টে যায় জব্দ করা ওষুধ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যোগসাজশে এটি করা হয় বলে অভিযোগ রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, বিশ্বের ভেজাল ও নিুমানের ৩৫ ভাগ ওষুধ তৈরি হয় ভারতে। এর বার্ষিক বাজারমূল্য চার হাজার কোটি রুপি বা প্রায় ছয় হাজার কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ ভাগ ভেজাল বা নিুমানের ওষুধ তৈরি হয় নাইজেরিয়ায়। দেশটির মোট ওষুধের ৪১ ভাগই ভেজাল বা নিুমানের। পাকিস্তানে তাদের মোট ওষুধের ১৫ ভাগ ভেজাল বা নিুমানের, যার বাজার মূল্য প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার বা এক হাজার ৬০০ কোটি টাকা। একটি বেসরকারি সংস্থার তথ্য মতে, বাংলাদেশে ভেজাল বা নিুমানের ওষুধের বার্ষিক বিক্রি প্রায় এক হাজার কোটি টাকা, যা মোট বিক্রির প্রায় ১০ শতাংশ। সূত্রমতে, ওষুধ খাতে দুর্নীতি, আইন প্রয়োগে শিথিলতা, শক্ত আন্তর্জাতিক নেটওয়ার্কের পাশাপাশি প্রযুক্তিগত অসামর্থ্য, দক্ষ ও প্রশিক্ষিত জনবলের অভাব এবং অজ্ঞতা ভেজাল ওষুধের বাজার বিস্তারের প্রধান কারণ। এদিকে নকল ও নিুমানের ওষুধ বিস্তারে ফার্মেসিগুলোর সংগঠন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কয়েকজন নেতার বিশেষ ভূমিকার অভিযোগ উঠেছে। ২২ বছর ধরে মিটফোর্ড-কেন্দ্রিক এ সমিতির ওই নেতাদের ছত্রছায়ায় সারা দেশে নকল, ভেজাল ও অননুমোদিত ওষুধ বিক্রি হচ্ছে। জানা গেছে, ১৯৯৪ সালের পর এই সমিতির আর নির্বাচন হয়নি। এর একটি সংঘবদ্ধ চক্র ওষুধ ব্যবসার নিয়ন্ত্রণ করে আসছে। মিটফোর্ডের নকল ওষুধ বিক্রির চক্রটি ইতিপূর্বে র্যাবের অভিযান দলকে ঘেরাও করে মারমুখী অবস্থান নিয়েছিল। সম্প্রতি বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিতে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। অনুসন্ধানে জানা যায়, ভেজাল, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিস্তৃতি এখন শহর ছাড়িয়ে মফস্বলের বাজারজুড়ে। সেখানে কারও নিয়ন্ত্রণ না থাকায় সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগে নকল ও নিুমানের ওষুধ সহজেই ঠাঁই করে নিয়েছে। এসব ওষুধ ব্যবহার করে দেশের বিপুলসংখ্যক মানুষ আরোগ্য লাভের পরিবর্তে নতুন করে স্বাস্থ্যগত জটিলতায় পড়ছেন। বাড়তি টাকা খরচ করেও কাক্সিক্ষত সুফল পাচ্ছেন না তারা। ওষুধের বাজারে পর্যাপ্ত তদারকি ও নজরদারি না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ ছাড়া সরকারি হাসপাতালের মেয়াদোত্তীর্ণ ওষুধও প্রত্যন্ত অঞ্চলে বিক্রি হচ্ছে অবাধে। টেম্পারিংয়ের মাধ্যমেও চালিয়ে দেওয়া হচ্ছে মেয়াদোত্তীর্ণ ওষুধ। এ ছাড়া সরকারি তদারকির অভাবে ওষুধের দাম বাড়ানো হচ্ছে নিয়মিত। নিত্য-প্রয়োজনীয় এবং বিদেশি ওষুধের দাম হরহামেশাই বাড়িয়ে দেয় ওই সিন্ডিকেট। এর ফলে কার্যত জিম্মি হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধপ্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এক সময় নকল ভেজালের সঙ্গে জড়িত লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান ধরা পড়ত। এখন ওষুধ প্রশাসন থেকে লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানই ধরা পড়ছে। কার্যকরী মনিটরিং থাকলে এটা রোধ করা যেত।’
শিরোনাম
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
নকল ভেজাল ওষুধের বিশাল নেটওয়ার্ক
শিমুল মাহমুদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর