কুর্মিটোলা গলফ ক্লাবের প্রাকটিস গ্রাউন্ডের প্রবেশ পথে চার দেশের চার তারকা গলফারের বিশাল আকারের ছবি- বাংলাদেশের সিদ্দিকুর রহমান, থাইল্যান্ডের থেয়র্ন উইরেচ্যান্ট, ভারতের রশীদ খান ও সিঙ্গাপুরের মারদান মামত। ভাগ্য বিড়ম্বনায় প্রথম তিনজনই লড়াই থেকে ছিটকে পড়েছেন, তবে মামত শিরোপার দ্বারপ্রান্তে। তিন রাউন্ড শেষে সিঙ্গাপুরের এই গলফার পারের চেয়ে ১২ শট কম খেলেছেন।
ভারতের তরুণ তারকা রশীদ খান দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। তৃতীয় দিন শেষে পারের চেয়ে মোট ছয় শট বেশি খেলায় স্বপ্নভঙ্গ হয়েছে সিদ্দিকুরের। পারের চেয়ে এক শট কম খেললেও উইরেচ্যান্টের সম্ভাবনা শেষই বলা যায়! তবে পারের চেয়ে ১২ শট কম খেললেও বসুন্ধরা বাংলাদেশ ওপেনের শিরোপা জয়ের ব্যাপারে এখনো নিশ্চিত নন মারদান মামত। সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরের এই গলফার বলেন, ‘জানি, আমি শিরোপা জয়ের কাছাকাছি। তারপরেও এখনো এক দিন বাকি আছে। কী হয় বলা তো যায় না।’ তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে মোট নয় শট কম খেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের গলফার কলিন জোসি। তৃতীয় স্থানে কোরিয়ার সুমিন লী। পারের চেয়ে আট শট খেলেছেন তিনি।
তিন রাউন্ড মিলে পারের চেয়ে পাঁচ শট কম খেলে স্বপ্ন এখনো জিইয়ে রেখেছেন বাংলাদেশের দুলাল হোসেন। যদিও কালকের দিনটি ভালো যায়নি তার। আগের দিন রেকর্ড ‘আট আন্ডার পার’ খেলা দুলাল কাল পারের চেয়ে এক শট বেশি খেলেছেন। তৃতীয় রাউন্ডে শুরুটাই হয়েছিল বাজেভাবে। প্রথম দুই হোল ‘পার’ করলেও তৃতীয় হোলে গিয়ে পান ‘ডাবল বগি’, পরের হোলে আবার ‘বগি’। তবে পর পর দুই ‘বার্ডি’ পেয়ে ঘুরে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু আবারও ‘বগি’ ও ‘ডাবল বগি’ পেয়ে পিছিয়ে পড়েন। শেষ দিকে আবার তিন ‘বার্ডি’ পেয়ে সম্ভাবনা জিইয়ে রেখেছেন। যৌথভাবে সাত নম্বর অবস্থানে রয়েছেন দুলাল। দেশসেরা গলফারের জন্য তৃতীয় দিনটি ছিল আরও হতাশার। কোনো বার্ডি তো পাননি উল্টো ‘বগি’ পেয়েছেন চারটি। ‘কাট’ পাওয়া বাংলাদেশি ছয় গলফারের মধ্যে সবার শেষে সিদ্দিকুর। নিজের ব্যর্থতা নিয়ে সিদ্দিকুর বলেন, ‘এটা আমার কাছে অপ্রত্যাশিত। আমি ভাবিনি এত খারাপ হবে। কেন জানি পাটিং গ্রিনে যাওয়ার পরই খারাপ করেছি। এটা হতে পারে বাজে আবহাওয়ার জন্য। তা ছাড়া এখন মনে হচ্ছে ইনজুরিটাও সমস্যা করেছে। আমি ভেবেছিলাম পুরোপুরি সুস্থ কিন্তু আমার পেশিগুলো ঠিক মতো কাজ করছে না। তা ছাড়া গত এক বছর আমি ঠিকমতো অনুশীলন করতে পারিনি। আমাকে অনেক পরিশ্রম করতে হবে।’
আজ বসুন্ধরা বাংলাদেশ ওপেনের শেষ দিন। বিকালে কুর্মিটোলা গলফ ক্লাবে এশিয়ান ট্যুরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি থাকবেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্র“পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা গ্র“পের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহানও এ সময় উপস্থিত থাকবেন।
শিরোনাম
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
শিরোপার দ্বারপ্রান্তে সিঙ্গাপুরের মামত
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর