বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, খালেদা জিয়াকে তৃণমূল নেতা-কর্মীদের কথা শুনতে হবে। কেন্দ্রীয় নেতাদের পরামর্শের ওপর নির্ভর করা যাবে না। জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় বিএনপির বর্তমান নেতৃত্বে পরিবর্তন আনারও আহ্বান জানান তিনি।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব বলেন, ‘আইনজীবীদের নির্বাচন উপলক্ষে সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় গিয়েছি, তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। তারা দলের চেয়ারপারসনের কাছে নিজেদের দুঃখের কথা বলতে চান। দলের জন্য পরামর্শ দিতে চান।’ কর্মীরা সক্রিয় থাকলেও অনেক স্থানে নেতৃত্বের দুর্বলতা রয়েছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘অনেক নির্যাতন, মামলা-হামলার পরও কর্মীরা শক্তিশালী, তৃণমূলে বিএনপির বিপুল জনসমর্থন রয়েছে। কিন্তু অনেক স্থানে নেতৃত্ব দুর্বল হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘বিএনপি নেত্রীকে মাঠে নামতে হবে। সারা দেশে যে হাজার হাজার কর্মী নির্যাতিত হয়েছে তাদের কথা শুনতে হবে। নেত্রীকে সঠিকভাবে পর্যালোচনা করতে হবে। বিগত তিন মাসের আন্দোলনে সারা দেশে যেসব নেতা-কর্মী নির্যাতিত হয়েছে তাদের নেতৃত্বে নিয়ে আসতে হবে।’ খালেদা জিয়ার সাংগঠনিক তৎপরতা নিয়ে উপদেষ্টা বলেন, ‘নেত্রী এখনো কিছুটা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে আমার ধারণা। তাকে আর অবরুদ্ধ অবস্থায় থাকলে চলবে না। উপরের পর্যায়ের নেতাদের কথার ওপর নির্ভর করলে চলবে না।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফর নিয়ে খন্দকার মাহবুব বলেন, ‘অনেকে প্রচার করে বিএনপি ভারতবিরোধী দল। আমরা কখনো ভারতবিরোধী ছিলাম না। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারতের জনগণ আমাদের বন্ধু।’ তিনি বলেন, ‘বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে বাংলাদেশেও যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তার প্রক্রিয়া অব্যাহত থাকে- মোদি সে বিষয়ে কথা বলবেন, এমনটাই আমাদের প্রত্যাশা। গণতন্ত্রের পক্ষে তার সমর্থন চাই।’
মোদির সঙ্গে আলোচনার বিষয়ে খালেদা জিয়ার পরামর্শ নেবেন প্রধানমন্ত্রী : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ঠিক করতে খালেদা জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনা করবেন বলে প্রত্যাশা করে বিএনপি। গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্রের দায়িত্বে থাকা বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন দলের এ প্রত্যাশার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনেক বিষয় নিয়ে কথা হবে। আলোচনায় সীমান্ত চুক্তি বাস্তবায়ন, সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার পানিবণ্টন চুক্তিসহ বিভিন্ন বিষয় তুলে ধরা উচিত। আমরা আশা করি, এর আগে ভারতের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত বিষয়গুলো চিহ্নিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলবেন। বিএনপির বিশেষজ্ঞ ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে সরকার কথা বলতে পারে।’ ড. রিপন বলেন, ‘তিস্তার পানিবণ্টন, সীমান্ত হত্যা বন্ধ কোনো দলের একার দাবি নয়; জাতীয় দাবি, বাংলাদেশের মানুষের দাবি। আমরা চাই, জাতীয় এসব ইস্যু বাংলাদেশের দাবি হিসেবে যেন উত্থাপন করা হয়।’ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, আনোয়ার হোসেন, নুরী আরা সাফা, ইশতিয়াক আজিজ উলফাত, এম এ মালেক, শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে দলের অবস্থানের কথা আবারও উল্লেখ করে আসাদুজ্জামান রিপন বলেন, ‘আমরা আগেও বলেছি, বিএনপি কখনো ভারতবিরোধী দল নয়। আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও নয়। আমাদের এজেন্ডা হচ্ছে দেশের মানুষের স্বার্থে কথা বলা, দেশের উন্নয়ন ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলা।’ নরেন্দ্র মোদির প্রশংসা করে দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে ঢাকা আসছেন। ভারত কোনো আন্তর্জাতিক চুক্তি করলে তার রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য।’
শিরোনাম
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
খালেদাকে তৃণমূলের কথা শুনতে হবে
খন্দকার মাহবুব হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর