জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ধর্ষকদের ফাঁসি নয়, বরং ফায়ারিং স্কোয়াডে দেওয়া দরকার। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গণসমাবেশ ও বিক্ষোভ মিছিলে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) কেন্দ্রীয় সংসদ এ সমাবেশের আয়োজন করে। এতে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লাকী আক্তার প্রমুখ। রব আরও বলেন, বর্তমানে ঘরেও ধর্ষণের ঘটনা ঘটছে, বাইরেও ঘটছে। রাষ্ট্রের এ ভয়ঙ্কর অবস্থার জন্য তো আমরা মুক্তিযুদ্ধ করিনি! প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি আদিবাসীদের প্যাগোডা, ঘরবাড়ি তুলে দিতে পারবেন। কিন্তু যে নারী সম্ভ্রম হারায় তার সম্ভ্রম ফিরিয়ে দিতে পারবেন না। জোনায়েদ সাকি বলেন, বর্তমানে রাষ্ট্র, দল, সন্ত্রাস- সব একাকার হয়ে গেছে। দেশের সরকার ফ্যাসিবাদী আচরণ করছে আর বিরোধী সংগঠনগুলো রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। যে গণতন্ত্রের জন্য দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটি আজ প্রেসক্লাবের সামনেই সীমাবদ্ধ। দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। ধর্ষকরা গায়ের জোরে ধর্ষণ করছে না। এর পেছনে বড় ক্ষমতা রয়েছে। এটি হলো রাজনৈতিক শক্তি। এই ক্ষমতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারীদের ওপর যৌন নিপীড়নের ঘটনাকে দুষ্টুমি বলে ঘোষণা দিয়েছে। তাই এখন দেশে দুষ্টুমির মহাসমারোহ চলছে। এ শক্তি কুড়িল বিশ্বরোডে গারো তরুণী ধর্ষণের ঘটনায় ৫ ধর্ষককে ২ ধর্ষক বানিয়েছে। সারা দেশে একের পর এক ‘দুষ্টুমি’ চললেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মানুষ লড়াই করে আইন তৈরি করে। কিন্তু যারা এসব আইন কার্যকর করবেন তারাই ধর্ষকদের রক্ষা করেন। যখন কোনো সরকার মাস্তান বাহিনীর ওপর ভর করে টিকে থাকে তখন মাস্তানরা যা ইচ্ছা তাই করতে পারে- এটি বলার অপেক্ষা রাখে না। বর্তমানে সরকার দেশে স্বৈরতন্ত্র চালাচ্ছে। লাকী আক্তার বলেন, বলা হয়ে থাকে দেশে নারীবান্ধব সরকার রয়েছে। কিন্তু পয়লা বৈশাখসহ বিভিন্ন স্থানে নারীর ওপর যৌন নিপীড়নের ঘটনা ঘটলেও প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে দেখা যায়নি। ধর্ষণ যেই করুক এদের খুঁজে বের করার দায়িত্ব সরকারের। সারা দেশে সংগঠিতভাবে নারীদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে। আমাদেরও এটি সংগঠিতভাবে প্রতিহত করতে হবে। সারা দেশে যৌন নিপীড়নের ঘটনায় সরকারের ছাত্র সংগঠনের নেতা-কর্মীরাই জড়িত। এরা শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয় না, ধর্ষণের শিকার নারীকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করে। গণসমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুবিট রখো। সঞ্চালনা করেন সংগঠনের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক অলিক মৃ। -নিজস্ব প্রতিবেদক
শিরোনাম
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
ধর্ষকদের ফায়ারিং স্কোয়াডে দিন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর