শুক্রবার, ১০ জুন, ২০১৬ ০০:০০ টা

রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ছাড় দেওয়া হয়নি

নিজস্ব প্রতিবেদক

রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ছাড় দেওয়া হয়নি

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য পরিবেশ অধিদফতর থেকে এখনো পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয়নি। গতকাল সংসদে জাতীয় পার্টির এ কে এম মাইদুল ইসলামের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পরিবেশ ও বনমন্ত্রী। তিনি জানান, রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে যথোপযুক্ত শর্তারোপ করে এ প্রকল্পের অনুকূলে পরিবেশগত প্রভাব সমীক্ষা প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। প্রতিবেদনে প্রস্তাবিত মিটিগেশন মেজার্স যথাযথভাবে বাস্তবায়িত হলে সুন্দরবনের ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই। এর আগে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সকালে সংসদের অধিবেশন শুরু হয়। স্বতন্ত্র এমপি রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন মঞ্জু জানান, ২০১৫-১৬ অর্থবছরে সুন্দরবনে চার দফা অগ্নিকাণ্ডে পরিবেশসহ লতাগুল্মের ক্ষতি হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লাখ ৫০ হাজার টাকা। ভবিষ্যতে এ ধরনের ক্ষতি যাতে না হয়, এজন্য কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।  মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করলে শাস্তি : সংরক্ষিত নারী আসনে সরকারি দলের এমপি পিনু খানের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, কোনো ব্যক্তি স্বাধীনতাযুদ্ধের ইতিহাস সম্পর্কে বিকৃত ও বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একাত্তরের অত্যাচারী, খুনি ও গণহত্যাকারীদের পক্ষে কথা বললেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে আইন প্রণয়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।  শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের ৭১২৯ সদস্য : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বর্তমানে পুলিশ ও সশস্ত্র বাহিনীর ৭ হাজার ১২৯ জন সদস্য কর্মরত আছেন বলে জানিয়েছেন সংসদকাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক। সরকারি দলের এমপি মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৪ হাজার ৯২৬, নৌবাহিনীর ৫২৪, বিমানবাহিনীর ৬৩৯ ও পুলিশবাহিনীর ১ হাজার ৪০ জন কর্মরত রয়েছেন।

সর্বশেষ খবর