রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

হকিতে বাংলাদেশের গৌরবের জয়

ভারত ধরাশায়ী

ক্রীড়া প্রতিবেদক

চমক দিয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি শুরু করেছে বাংলাদেশ। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫-৪ গোলে পরাজিত করে শক্তিশালী ভারতকে। টুর্নামেন্টে বাংলাদেশের টার্গেট ফাইনাল খেলা। কিন্তু শুরুতে ভারতের বিপক্ষে বাংলাদেশ যে নৈপুণ্য প্রদর্শন করেছে তাতে এই আসরে শিরোপা জেতার সামর্থ্য রাখে তা প্রমাণ দিয়েছে স্বাগতিকরা।

ভারতের বিপক্ষে হকিতে বাংলাদেশের পারফরম্যান্স সুখকর নয়। অধিকাংশ ম্যাচে পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছেড়েছে। তবে গতকাল জয়ের জন্য বাংলাদেশ ছিল প্রতিজ্ঞাবদ্ধ। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা খেলতে থাকে। সত্যি বলতে কী হকিতে বাংলাদেশকে এমন গতিময় খেলা আগে কখনো চোখে পড়েনি। চমৎকার সমন্বয় করে আসরে প্রথম ম্যাচেই গৌরবময় জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশের যুবারা। এ জয়ের নায়ক আশরাফুল। ১৬, ২৭ ও ৩৮ মিনিটে টানা তিন গোল দিয়ে হ্যাটট্রিক পূরণ করেন এই তরুণ। ৬২ মিনিটে জয়সূচক গোলটি করেন আশরাফুলই। ম্যাচের ১৬ মিনিটে দ্বিতীয় পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। ফজলে রাব্বীর পুশ নাইম উদ্দিন স্টপ করায় আশরাফুল চমৎকার হিটে গোলের সূচনা করেন। চার মিনিট পরই পেনাল্টি স্ট্রোক থেকে ধারসিন্দ গোল করলে ম্যাচে সমতা ফেরে। ২৫ মিনিটে কনজেংরাম সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। দুই মিনিট পরই সমতা ফিরে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে আশরাফুলের আবারও গোল। এরপর টানা দুই পেনাল্টি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে শুরুতে পেনাল্টি কর্নার থেকে নিজের হ্যাট্রটিক পূরণ করার পাশাপাশি আশরাফুল ৩-২ গোলে বাংলাদেশকে এগিয়ে রাখে। পরে হারদিক সিং রিভার্স হিটে গোল করে ম্যাচে সমতা ফেরান। একবার বাংলাদেশ আরেকবার ভারত। আক্রমণ আর পাল্টা আক্রমণে ম্যাচে চরম উত্তেজনা। ৫০ মিনিটে রাব্বীর অসাধারণ গোলে বাংলাদেশ ফের এগিয়ে যায়। কিন্তু দুই মিনিট পর আবারও সমতা ফেরে ভারত ৪-৪। ৬২ মিনিটে আশরাফুল গোল করলে গ্যালারির উৎসব আর দেখে কে। শেষ পর্যন্ত ৫-৪ গোলে ঐতিহাসিক জয়ে মিশন শুরু করে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর গ্রুপের পরবর্তী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ওমানের। দিনের অন্য দুই ম্যাচে পাকিস্তান ৬-১ চাইনিজ তাইপে ও চীন ৬-০ গোলে বিধ্বস্ত করে হংকংকে।

সর্বশেষ খবর