বাংলা ও উর্দু সাংকেতিক ভাষায় বাংলাদেশ-ভারত সীমান্তে বসিরহাট ও সুন্দরবন থেকে রহস্যজনক রেডিও সিগন্যালের সূত্র মিলল। কয়েক মাস ধরেই ওই অঞ্চলে রেডিও সিগন্যালের মাধ্যমে সাংকেতিক ভাষায় সন্দেহজনক কথাবার্তার বিষয়টি ধরা পড়ে। এরপরই হ্যাম রেডিও অপারেটরকে ‘রাউন্ড দ্য ক্লক’ অনুযায়ী নজরদারির দায়িত্ব দেওয়া হয়। গত জুন মাসে সাংকেতিক ভাষায় কথাবার্তার বিষয়টি নজরে আসে হ্যাম রেডিও অপারেটরের। বাংলা ও উর্দু সাংকেতিক ভাষায় বসিরহাট ও সুন্দরবন থেকে রহস্যজনক রেডিও সিগন্যালের সূত্র পাওয়া যায়। এরপরই বিষয়টি জানানো হয় কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়কে। ইন্টারন্যাশনাল মনিটরিং সেন্টার (রেডিও)-তে তাদের ডেকে পাঠানো হয় ও সিগন্যালগুলোকে মনিটরিং করতে বলা হয়। তারপর ওই রেডিও সিগন্যাল খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় হ্যাম রেডিওর ২৩ জন অপারেটরকে। তারাই সর্বক্ষণ বিষয়টির ওপর নজর রেখে রেডিও সাংকেতিক ভাষা ও তার উৎসস্থল খোঁজার চেষ্টা করছেন। সাংকেতিক ভাষার মাধ্যমে কোনো জঙ্গি গোষ্ঠী এই তথ্য আদান-প্রদান করে থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। বেঙ্গল অ্যামেচার রেডিও ক্লাবের সেক্রেটারি অম্বরীশ নাগ বিশ্বাস জানান, ‘এ ঘটনাটি খুবই সন্দেহজনক এবং আমাদের সুরক্ষার ক্ষেত্রে খুবই হুমকির কারণ। কারণ আমরা যখনই সংকেত প্রেরকদের সঙ্গে যোগাযোগ করতে চাইছি তখনই তারা কথা বন্ধ করে দিচ্ছে। এর কিছুক্ষণ পরই তারা ফের উর্দু ও বাংলা কোডে যোগাযোগ শুরু করছে।’ তিনি আরও জানান, ‘যারা রেডিও ফ্রিকোয়েন্সিতে সংকেত বিনিময় করছে তাদের কথাবার্তায় বাংলাদেশি টান রয়েছে। বিষয়টি নজরে আসার পরই আমি ক্লাবের অন্য সদস্যদের জানাই। তাদের নজরেও এ ধরনের কথোপকথন ধরা পড়েছে। গত জুন মাসে এ ধরনের যোগাযোগের বিষয়টি শুরু হয় এবং গত দুর্গাপূজা পর্যন্ত এটা চলে’। অম্বরীশ জানান, ‘বিষয়টি নজরে আসার পর আমরা কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রাণলয়ে চিঠি লিখি। এরপর ইন্টারন্যাশনাল মনিটরিং স্টেশনের তরফে কলকাতায় একটি বৈঠক ডাকা হয়। এখানে অন্য শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকে আমরা সব তথ্য জমা দিই। আমাদেরকে বলা হয়, ঘটনাটির ওপর সর্বক্ষণ নজরদারি রাখতে।
শিরোনাম
- যেভাবে মিলবে একীভূত পাঁচ ব্যাংকের আমানত
- লাখো মানুষের হাতে মশাল, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল উত্তরাঞ্চল
- চাকসুতে বিজয়ীদের সংবর্ধনা দিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক
- বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাল ঐকমত্য কমিশন
- এআই দিয়ে কিভাবে দ্রুত ও প্রফেশনালি সিভি বানাবেন
- জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির
- বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহমেদের রাষ্ট্রীয় ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত
- আরও ৩০ ফিলিস্তিনির নিথর দেহ ফেরত দিল ইসরায়েল
- কপিল শর্মার ক্যাফেতে ফের গুলিবর্ষণ, নিশানায় ‘সালমানের শত্রু’ গ্যাং
- ইসরায়েলি হামলায় হুথির সামরিক প্রধান নিহত
- বসুন্ধরা কমিউনিটি পার্ক উদ্বোধন
- শতাব্দীর সেরা ডিভোর্সে ১ বিলিয়ন ডলার থেকে মুক্তি পেলেন দ. কোরিয়ার ধনকুবের
- জলবায়ু ঋণ বাতিলের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল র্যালি
- নিয়ন্ত্রণে আসেনি সিইপিজেডের আগুন, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কারখানার ভবন
- ইঞ্জিনিয়ার্স ও সিগন্যালস্ কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
- ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের
- ব্যয় সংকোচনে ১৬ হাজার কর্মী ছাঁটাই করবে নেসলে
- বগুড়ায় এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলো তিন হাজার শিক্ষার্থী
সীমান্তে রহস্যজনক সিগন্যাল
দীপক দেবনাথ, কলকাতা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

লাখো মানুষের হাতে মশাল, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল উত্তরাঞ্চল
১১ মিনিট আগে | দেশগ্রাম

সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্দেশনায় বিএনপির ৩১ দফার প্রচার-প্রচারণায় লিফলেট বিতরণ
২ ঘণ্টা আগে | নগর জীবন