বুধবার, ৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সামাজিক উন্নয়নে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ

রাঙামাটি প্রতিনিধি

সামাজিক উন্নয়নে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ

পার্বত্যাঞ্চলের সামাজিক উন্নয়নে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ  চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা। তিনি বলেন, সেনাবাহিনী পেশাগত দায়িত্বের পাশাপাশি পাহাড়ের পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীকেও আত্মকর্মসংস্থান গড়ার লক্ষ্যে কাজ করছে। সেনাবাহিনীর এ উদ্যোগ সত্যি প্রশংসনীয়। তিনি সেনাবাহিনীর এ উন্নয়ন ধারাকে আরও বেগবান করার আহ্বান জানান। গতকাল বেলা ১২টায় রাঙামাটি সেনা রিজিয়নে অনুষ্ঠিত কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে সন্তু লারমা এসব কথা বলেন।

এ সময় রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক, রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান, রাঙামাটি সদর জোনের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর মো. নাঈমুল হাসান খান উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা আরও বলেন, শুধু পার্বত্যাঞ্চল নয়, সেনাবাহিনী দেশব্যাপী উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। তাদের কর্মদক্ষতা বিশেষ দৃষ্টিগোচর হয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে শিক্ষার উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গঠনেরও কাজ করছে তারা। আগামীতেও সেনাবাহিনীকে পার্বত্যাঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর মানুষকে কর্মতত্পরতা বৃদ্ধি করার আহ্বান জানান তিনি। আলোচনা শেষে সন্তু লারমা রাঙামাটি সেনা সদর জোন পরিচালিত ১৮৭ জন কম্পিউটার প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করেন।

সর্বশেষ খবর