শিশুর জন্ম থেকে শুরু হয় মাতৃভাষার পাঠ। তার আবেগ-অনুভূতি প্রকাশ পায় মাতৃভাষার মাধ্যমে। এজন্য মাতৃভাষা সব মানুষের পরম সম্পদ। এর জন্য সবারই একান্ত ভালোবাসা থাকে। মাতৃভাষার জন্য আমরা লড়াই করেছি। এ ঘটনা সারা বিশ্বে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে আছে। আমাদের ঐতিহাসিক ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত হয়। এ দিবসের উদ্দেশ্য স্ব স্ব জাতির মাতৃভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন, ভালোবাসা জাগিয়ে তোলা। এ ক্ষেত্রে আমাদের দেশের দায়িত্ব অনেক। অথচ বাংলা ভাষার সর্বত্র ব্যবহার আমরা নিশ্চিত করতে পারিনি। মাতৃভাষা হিসেবে বাংলার রয়েছে হাজার বছরের ইতিহাস। দিনে দিনে বাংলা ভাষার ব্যবহারে নানা রকমের বিকৃতি দেখা যাচ্ছে। পরিবার পর্যায়ে ভাষার শুদ্ধ ব্যবহারে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। অন্যদিকে বিদ্যালয়, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরাও শুদ্ধ বাংলা ব্যবহারে সচেতন নন। অথচ ভাষাপ্রেম দেশপ্রেমের অবধারিত অংশ। পরিস্থিতি বিবেচনা করলে বাংলা ভাষার অবস্থান সন্তোষজনক নয়। সংসদ থেকে শুরু করে রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকায় ভাষার অপব্যবহার সবচেয়ে বেশি হয়। জাতীয় সংসদে অনেক সদস্য রয়েছেন যারা ভুল উচ্চারণে, অশুদ্ধ বাংলায় কথা বলেন। টেলিভিশনের টক-শোয় একই অবস্থা। এফএম রেডিওর জকিগুলো ইংরেজি বাংলা মিশিয়ে একটা বাজে পরিস্থিতির অবতারণা করে। স্কুলের বাচ্চারা এসব অনুষ্ঠান শোনে। তারা অনেক কিছু মুখস্থ করে ফেলে। এজন্য সবার সচেতনতা প্রয়োজন। নিয়ম করে বাংলা ভাষার বিকৃতি রোধ সম্ভব হবে না। সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এগুলো নিয়ন্ত্রণের কথা বললে কে শুনবে। কয়েক বছর ধরে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। আমার ধারণা, পৃথিবীর বহু জাতি এখনো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে জানে না। এ ব্যাপারে আমরা তেমন কিছুই করছি না। বায়ান্নর একুশে ফেব্রুয়ারির পরিপ্রেক্ষিতে তথ্যচিত্র নির্মাণ করে দেশ-বিদেশের প্রতিটি স্কুল, কলেজে তা প্রচার করা প্রয়োজন। ভাষার সঠিক ব্যবহারে পরিবার থেকে প্রজাতন্ত্রের নির্বাহী সবাইকে আন্তরিক হতে হবে। দেশের মিডিয়াগুলো এ ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করতে পারে। বাংলা ভাষার মর্যাদা রক্ষার দায়িত্ব আমাদের। লেখক : শিক্ষাবিদ-প্রাবন্ধিক
শিরোনাম
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
- মুরাদনগরের তিনজনকে পিটিয়ে হত্যা: তদন্তভার ডিবিতে, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা
আ- মরি বাংলা ভাষা
সংসদেও অনেকে অশুদ্ধ বাংলায় কথা বলেন
করুণাময় গোস্বামী
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর