বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে জনগণের ভোগান্তি চরমে উঠবে। এ সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী। সরকারি কর্মচারীদের বেতনের টাকার জন্য গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। অথচ সরকারের নিজস্ব তহবিলে উদ্বৃত্ত অর্থ রয়েছে; যা দিয়ে বেতনের টাকা বরাদ্দ দেওয়া সম্ভব। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক কমিটির ব্যানারে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক মিহির বিশ্বাসসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী। রাজস্ব আদায়ের জন্য গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মন্তব্য করে আবুল মকসুদ আরও বলেন, ‘নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি মানেই জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আর সরকার ফের তাই করেছে। আমরা নাগরিক সমাজ এটা কোনোভাবেই মেনে নিতে পারি না। অবিলম্বে তা স্থগিত করে নতুনভাবে বিবেচনা করুন।’ তিনি বলেন, দেড় বছরের ব্যবধানে ফের গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে জনগণের ভোগান্তি চরমে উঠবে। গ্যাসের দাম বাড়লে শিল্প কারখানায় উৎপাদন ব্যয় বাড়বে। সিএনজির দাম বাড়ার কারণে পরিবহন ব্যয় বাড়বে। বিদ্যুতের উৎপাদন ব্যয় বাড়বে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দে সাকি বলেছেন, অবৈধ সরকার বড় বড় প্রকল্পের দুর্নীতির ঘাটতি পূরণের জন্যই অহেতুক গ্যাসের দাম বৃদ্ধি করেছে; যা সম্পূর্ণ জনবিরোধী।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
গ্যাসের মূল্যবৃদ্ধি গণবিরোধী
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর