বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে জনগণের ভোগান্তি চরমে উঠবে। এ সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী। সরকারি কর্মচারীদের বেতনের টাকার জন্য গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। অথচ সরকারের নিজস্ব তহবিলে উদ্বৃত্ত অর্থ রয়েছে; যা দিয়ে বেতনের টাকা বরাদ্দ দেওয়া সম্ভব। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক কমিটির ব্যানারে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক মিহির বিশ্বাসসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী। রাজস্ব আদায়ের জন্য গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মন্তব্য করে আবুল মকসুদ আরও বলেন, ‘নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি মানেই জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আর সরকার ফের তাই করেছে। আমরা নাগরিক সমাজ এটা কোনোভাবেই মেনে নিতে পারি না। অবিলম্বে তা স্থগিত করে নতুনভাবে বিবেচনা করুন।’ তিনি বলেন, দেড় বছরের ব্যবধানে ফের গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে জনগণের ভোগান্তি চরমে উঠবে। গ্যাসের দাম বাড়লে শিল্প কারখানায় উৎপাদন ব্যয় বাড়বে। সিএনজির দাম বাড়ার কারণে পরিবহন ব্যয় বাড়বে। বিদ্যুতের উৎপাদন ব্যয় বাড়বে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দে সাকি বলেছেন, অবৈধ সরকার বড় বড় প্রকল্পের দুর্নীতির ঘাটতি পূরণের জন্যই অহেতুক গ্যাসের দাম বৃদ্ধি করেছে; যা সম্পূর্ণ জনবিরোধী।
শিরোনাম
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা