বুধবার, ১৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আত্মীয়তার বন্ধন চিরকাল থাকবে

সমরেশ মজুমদার

আত্মীয়তার বন্ধন চিরকাল থাকবে

আরও একটা বছর বয়স বাড়ল বাংলাদেশ  প্রতিদিনের। এই একটা বছর পদ্মা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, প্রচুর মানুষ পৃথিবীতে এসেছে, অনেকেই চলে গিয়েছেন। সময় কারও জন্য থেমে থাকে না। প্রতিটি মুহূর্তে সে এগিয়ে যায়। আর এই এগিয়ে চলা সময়ের সঙ্গে সমাজে পাল্লা দিয়ে চলেছে আপনাদের এই প্রিয় খবরের কাগজ। একবারও পিছিয়ে পড়েনি। অথচ বয়সের বিচারে সে এখন সদ্য শৈশব পেরিয়ে আসা বালক। কৈশোরের, যৌবনের অনেক বাকি। কিন্তু কী আশ্চর্য! আশ্চর্যজনক ঘটনাটা তো পৃথিবীতে বারংবার ঘটে থাকে। বালক রবীন্দ্রনাথের কলম থেকে যে কবিতা বেরিয়েছিল তা অনেক প্রবীণ লিখতে সক্ষম হননি। এই অল্প বয়সে আমার প্রিয় সংবাদপত্র যেভাবে দেশ-বিদেশকে পাঠকের সামনে উপস্থিত করে চলেছে তা অনেক সংবাদপত্র সক্ষম হয়নি। অনেক কারণের একটা হলো, এই কাগজ এখনো অসত্যের কাছে মাথানত করেনি। এই একটা বছরে বাংলাদেশের ওপর যে ঝড় বয়ে গিয়েছে তা সঠিকভাবে পাঠকের সামনে তুলে ধরেছে এই সংবাদপত্র। বিভ্রান্ত ছেলেগুলো, যাদের মস্তিষ্ক কিনে নিয়েছিল বিদেশি চক্রান্তকারীরা, কিন্তু বাংলাদেশকে ক্ষতবিক্ষত করতে কাজে লাগাতে গিয়ে ব্যর্থ হয়েছিল— গত বছরে তার নিখুঁত বিবরণ আমরা পড়েছি এই কাগজের পাতায়। রেস্তোরাঁয় খেতে আসা নিরীহ মানুষগুলোকে মেরে ঘাতকদের কী লাভ হলো জানি না কিন্তু বাংলাদেশের মানুষ সতর্ক হলো। শত্রু শুধু বাইরেই থাকে না, ঘরেও তারা নখ বের করে। বাংলাদেশ প্রতিদিন ধীরে ধীরে একটি বিরাট সম্ভাবনাময় প্রতিষ্ঠান হয়ে উঠবে। আমি আশা করব এই কাগজ সেসব তরুণ লেখককে আবিষ্কার করবে যারা ভবিষ্যতে বাংলা সাহিত্যের হাল ধরবে। আমি আশা করব সাধারণ মানুষের সুখ, দুঃখ, অত্যাচারিত হওয়ার কাহিনী যেমন এই কাগজে লেখা হবে তেমনই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হবে। এই কাগজের সঙ্গে আমার আত্মীয়তার বন্ধন চিরকাল থাকবে। জন্মদিনের উৎসব আনন্দমুখর হোক, এই প্রার্থনা।

সর্বশেষ খবর