বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে বিএনপি ঘোষিত সব কর্মসূচিতে সমর্থন ও মাঠে থাকার ঘোষণা দিয়েছে ২০ দল। একই দাবিতে রাজধানীতে জনসভাও করতে চায় বিএনপি নেতৃত্বাধীন এই জোট। এ ব্যাপারে জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা করবে ২০ দল। তবে এই মুহূর্তে কোনো সহিংস কর্মসূচি নয়। গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ২০-দলীয় জোটের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বৈঠক সূত্র এ তথ্য জানায়। বৈঠকে জোটের সমন্বয়ক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসনকে মিথ্যা অভিযোগে দায়ের হওয়া মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। বেগম জিয়া ও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচনে অযোগ্য করাই তাদের লক্ষ্য। এর বিরুদ্ধে জাতীয়তাবাদী সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এ নিয়ে আমরা জাতীয় ঐক্য চাই। বৈঠক শেষে বেরিয়ে মির্জা ফখরুল আরও বলেন, জোটের সভায় আমাদের চেয়ারপারসনের মুক্তি দাবিতে বিএনপি যে কর্মসূচিগুলো গ্রহণ করেছে, সেই কর্মসূচির প্রতি তারা একাত্মতা ঘোষণা করেছেন। তারা এসব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। একই সঙ্গে অদূর-ভবিষ্যতে ২০-দলীয় জোটের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। বৈঠক চলাকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে টেলিফোনে জোট নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেন। সেখানেও জাতীয় ঐক্য গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করা হয়। মির্জা ফখরুল বলেন, জোটের এই সভায় দেশনেত্রীর বিরুদ্ধে যে সাজা দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছে জোট। একই সঙ্গে বিএনপিসহ ২০-দলীয় জোটের গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিও জানানো হয়। তিনি বলেন, পুলিশ নির্যাতনে আহতদের প্রতি সমবেদনা জানানোও হয়েছে। জোটের এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, জোটের ঐক্যকে আরও প্রসারিত করার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে। জোটের সমন্বয়ক মির্জা ফখরুলের সভাপতিত্ব এতে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী অংশ নেন। এ ছাড়া জোটের শরিকদের মধ্যে ছিলেন বিজেপির আন্দালিব রহমান পার্থ, জামায়াতের আবদুল হালিম, জাতীয় পার্টি (জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এম এ রকীব, এলডিপির ড. রেদোয়ান আহমেদ ও শাহাদাত হোসেন সেলিম, জাগপার অধ্যাপিকা রেহানা প্রধান, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, এনডিপির খন্দকার গোলাম মুর্তজা, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, মুসলিম লীগের এ এইচ এম কামরুজ্জামান খান, ন্যাপের জেবেল রহমান গানি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ইসলামিক পার্টির সাখাওয়াত হোসেন চৌধুরী, ডিএলের সাইফুদ্দিন মনি, পিপলস লীগের গরীবে নেওয়াজ, লেবার পার্টির একাংশের ডা. মোস্তাফিজুর রহমান ইরান, অপর অংশের হামদুল্লাহ আল মেহেদী, জমিয়তে উলামা ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম প্রমুখ।
শিরোনাম
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
নির্বাচনে অযোগ্য করার নীলনকশা : ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর