টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার প্রথম দফার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গতকাল টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়ার আদালতে বিচারাধীন এ মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে ২০ মার্চ। এর আগে অসুস্থতার কারণে এমপি রানাকে আদালতে হাজির না করায় চারবার এ মামলার সাক্ষ্য গ্রহণ পেছানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মনিরুল ইসলাম খান জানান, বিচারক আবুল মনছুর মিয়া বেলা ১১টায় এজলাসে বসেন এবং প্রথমেই চাঞ্চল্যকর এ হত্যা মামলার কার্যক্রম শুরু করেন। এদিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে এমপি রানাকে সকাল ৯টা ৩০ মিনিটে আদালতে আনা হয়। পরে মামলার বাদী নাহার আহমেদের সাক্ষ্য নেওয়া হয়। তার সাক্ষ্য শেষে বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল বাকি বাদীকে জেরা করেন। জেরা অসমাপ্ত থাকা অবস্থায় আদালত এ মামলার কার্যক্রম মুলতবি ঘোষণা করেন। পরবর্তী ধার্য দিনে বাদীর অসমাপ্ত জেরা শেষে অন্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে। এ মামলায় গতকাল কারাগারে আটক আসামি আনিসুল ইসলাম রাজা, মোহাম্মদ আলী ও মো. সমীরকে আদালতে হাজির করা হয়। জামিনের থাকা অপর তিন আসামি মাসুদুর রহমান, ফরিদ আহম্মেদ ও নাসির উদ্দিন নুরুও আদালতে হাজির হন। এ সময় জেলা আওয়ামী লীগ আদালতের বাইরে এমপি রানার শাস্তি চেয়ে বিক্ষোভ মিছিল করে। ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল পৌর শহরের কলেজপাড়ায় হত্যার শিকার হন ফারুক আহমেদ। এতে টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের এমপি আমানুর রহমান খান, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি জাহিদুর রহমান খান কাঁকন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পাসহ ১৪ জনকে এ মামলায় আসামি করা হয়। এর মধ্যে সাতজনকে গ্রেফতার হলেও এমপি রানার তিন ভাইসহ সাতজন পলাতক রয়েছেন।
শিরোনাম
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
ফারুক হত্যা মামলা
এমপি রানার উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ শুরু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর