বিকল্পধারার সঙ্গে আসন বণ্টন নিয়ে হিমশিম খাচ্ছে আওয়ামী লীগ। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে যুক্ত করলে লাভ না ক্ষতি এ প্রশ্ন জোটের অন্দর মহলে তীব্র হয়ে উঠেছে। বিকল্পধারা প্রথমে ১০টি আসন চাইলেও সর্বশেষ ৫টি আসন চেয়েছে। আওয়ামী লীগ দুটি আসন দিতে চাইলেও তারা যে দুটি আসন চাইছেন সেখানে আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থী রয়েছেন। স্থানীয় রাজনৈতিক মহল মনে করেন নোয়াখালী-৪ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য একরামুল করীম চৌধুরী এবারের নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করবেন। কিন্তু বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এ আসনটি চাইছেন। তাকে মনোনয়ন দেওয়া হলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তার জন্য কাজ তো করবেনই না বরং একরামুল করীম চৌধুরীকে মনোনয়ন বঞ্চিত করলে জেলার রাজনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এতে আসনটি মহাজোটের হারানোর সম্ভাবনা বেশি। ঠিক একই অবস্থা মাহি বি. চৌধুরীর চাওয়া মুন্সীগঞ্জ-১ আসনের ক্ষেত্রেও। এ আসনে ২০০৮ সালের নির্বাচনে বি. চৌধুরী বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন। এ পরাজয়ের পর তিনি বা তার পুত্র মাহী বি. চৌধুরী কোনো গণসংযোগ করেননি। কিন্তু সেই সময় বিজয়ী আওয়ামী লীগের সুকার রঞ্জন ঘোষ দীর্ঘদিন থেকে অসুস্থ রয়েছেন। নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন না। এখানে দীর্ঘদিন থেকে দিন-রাত ব্যাপক গণসংযোগ করছেন এককালের ছাত্রলীগের তুখোড় সংগঠক গোলাম সারওয়ার কবীর। তিনি এখন এ আসনে শক্তিশালী প্রার্থীই নন, দলীয় নেতা-কর্মীরা মনে করেন, নৌকা প্রতীক তার হাতে তুলে দিলে বিজয় ছিনিয়ে আনতে পারবেন। কিন্তু মাহী বি. চৌধুরীকে প্রার্থী করা হলে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা কোনো ধরনের সহযোগিতা করবেন না। এক্ষেত্রে নির্বাচনে ভোট বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে। আওয়ামী জোটের অন্দর মহলে যাদের শক্তিশালী নিজস্ব আসন নেই তাদের জোটে এনে লাভ কি? আওয়ামী লীগ আসন বণ্টনের রফাদফায় এ দুটি আসন ছাড়তে চাইছে না। এ নিয়ে যুক্তফ্রন্টের সঙ্গে তুমুল দরকষাকষি চলছে।
শিরোনাম
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
- মুরাদনগরের তিনজনকে পিটিয়ে হত্যা: তদন্তভার ডিবিতে, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা
আসন বণ্টনে হিমশিম আওয়ামী লীগ
বিকল্পধারার মাহী ও মেজর মান্নানের আসনে ক্ষমতাসীনরাই শক্তিশালী সমস্যা আছে জোটের বণ্টন নিয়েও
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর