প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থিক উন্নতি গোটা বিশ্বের কাছে এক অনন্য উদাহরণ। ভারতের সাবেক রাষ্ট্রপতি ‘ভারতরত্ন’ প্রণব মুখার্জি দিল্লি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের সময় এই মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ফিরে যাওয়ার আগে দিল্লিতে রাজাজি মার্গে প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাঁকে বলেন, শেখ হাসিনা প্রমাণ করেছেন প্রাজ্ঞ ও দূরদর্শীসম্পন্ন এবং দৃঢ় নেতৃত্ব থাকলে কীভাবে একটি দেশকে টেকসই আর্থিক প্রগতির পথে উন্নীত করা যায়। পররাষ্ট্রমন্ত্রী ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান পাওয়ার জন্য প্রণব মুখার্জিকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে শনিবার তাঁর বাসভবনে যান। তিনি ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং জনতার পক্ষে ভালোবাসা ও শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানান। এই সময়েই তিনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রভূত এবং দ্রুত আর্থিক উন্নতির ভূয়সী প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া প্রসঙ্গে বলেন, ‘গোটা বিশ্ব দেখেছে কীভাবে শেখ হাসিনা মিয়ানমারের অত্যাচারিত বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন।’ প্রণব মুখার্জি মনে করেন এটা গণহত্যার শামিল। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত নৃশংস মানবিক অত্যাচার আর ঘটেছে কিনা জানা যায় না। পররাষ্ট্রমন্ত্রী তাঁকে মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল গড়ার প্রস্তাব সম্পর্কে অবহিত করেন। সাবেক রাষ্ট্রপতি এই বিষয়ে প্রয়োজন হলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান। তিনি অবিলম্বে তিস্তা পানি চুক্তি স্বাক্ষরের পক্ষেও মত প্রকাশ করেন।প্রণব মুখার্জি বলেন, ‘আমি নিয়মিত বাংলাদেশ সম্পর্কে খবর রাখি।’ অতীতের বহু অভিজ্ঞতার কথা তিনি স্মরণ করেন আলাপচারিতায়। বলেন, ‘আপনাদের সরকার বাংলাদেশের জনতার বিষয়ে তাঁদের সুখ-দুঃখের বিষয়ে যেভাবে সচেতন তাতে আমরাও প্রতিবেশী দেশ হিসেবে গর্ব অনুভব করি।’ বৈঠক চলে প্রায় চল্লিশ মিনিট। এ সময় বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সেলিনা মোমিনও উপস্থিত ছিলেন।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
বাংলাদেশের উন্নতি বিশ্বে নজির
নয়াদিল্লি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর