প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থিক উন্নতি গোটা বিশ্বের কাছে এক অনন্য উদাহরণ। ভারতের সাবেক রাষ্ট্রপতি ‘ভারতরত্ন’ প্রণব মুখার্জি দিল্লি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের সময় এই মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ফিরে যাওয়ার আগে দিল্লিতে রাজাজি মার্গে প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাঁকে বলেন, শেখ হাসিনা প্রমাণ করেছেন প্রাজ্ঞ ও দূরদর্শীসম্পন্ন এবং দৃঢ় নেতৃত্ব থাকলে কীভাবে একটি দেশকে টেকসই আর্থিক প্রগতির পথে উন্নীত করা যায়। পররাষ্ট্রমন্ত্রী ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান পাওয়ার জন্য প্রণব মুখার্জিকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে শনিবার তাঁর বাসভবনে যান। তিনি ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং জনতার পক্ষে ভালোবাসা ও শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানান। এই সময়েই তিনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রভূত এবং দ্রুত আর্থিক উন্নতির ভূয়সী প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া প্রসঙ্গে বলেন, ‘গোটা বিশ্ব দেখেছে কীভাবে শেখ হাসিনা মিয়ানমারের অত্যাচারিত বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন।’ প্রণব মুখার্জি মনে করেন এটা গণহত্যার শামিল। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত নৃশংস মানবিক অত্যাচার আর ঘটেছে কিনা জানা যায় না। পররাষ্ট্রমন্ত্রী তাঁকে মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল গড়ার প্রস্তাব সম্পর্কে অবহিত করেন। সাবেক রাষ্ট্রপতি এই বিষয়ে প্রয়োজন হলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান। তিনি অবিলম্বে তিস্তা পানি চুক্তি স্বাক্ষরের পক্ষেও মত প্রকাশ করেন।প্রণব মুখার্জি বলেন, ‘আমি নিয়মিত বাংলাদেশ সম্পর্কে খবর রাখি।’ অতীতের বহু অভিজ্ঞতার কথা তিনি স্মরণ করেন আলাপচারিতায়। বলেন, ‘আপনাদের সরকার বাংলাদেশের জনতার বিষয়ে তাঁদের সুখ-দুঃখের বিষয়ে যেভাবে সচেতন তাতে আমরাও প্রতিবেশী দেশ হিসেবে গর্ব অনুভব করি।’ বৈঠক চলে প্রায় চল্লিশ মিনিট। এ সময় বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সেলিনা মোমিনও উপস্থিত ছিলেন।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা