প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থিক উন্নতি গোটা বিশ্বের কাছে এক অনন্য উদাহরণ। ভারতের সাবেক রাষ্ট্রপতি ‘ভারতরত্ন’ প্রণব মুখার্জি দিল্লি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের সময় এই মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ফিরে যাওয়ার আগে দিল্লিতে রাজাজি মার্গে প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাঁকে বলেন, শেখ হাসিনা প্রমাণ করেছেন প্রাজ্ঞ ও দূরদর্শীসম্পন্ন এবং দৃঢ় নেতৃত্ব থাকলে কীভাবে একটি দেশকে টেকসই আর্থিক প্রগতির পথে উন্নীত করা যায়। পররাষ্ট্রমন্ত্রী ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান পাওয়ার জন্য প্রণব মুখার্জিকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে শনিবার তাঁর বাসভবনে যান। তিনি ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং জনতার পক্ষে ভালোবাসা ও শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানান। এই সময়েই তিনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রভূত এবং দ্রুত আর্থিক উন্নতির ভূয়সী প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া প্রসঙ্গে বলেন, ‘গোটা বিশ্ব দেখেছে কীভাবে শেখ হাসিনা মিয়ানমারের অত্যাচারিত বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন।’ প্রণব মুখার্জি মনে করেন এটা গণহত্যার শামিল। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত নৃশংস মানবিক অত্যাচার আর ঘটেছে কিনা জানা যায় না। পররাষ্ট্রমন্ত্রী তাঁকে মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল গড়ার প্রস্তাব সম্পর্কে অবহিত করেন। সাবেক রাষ্ট্রপতি এই বিষয়ে প্রয়োজন হলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান। তিনি অবিলম্বে তিস্তা পানি চুক্তি স্বাক্ষরের পক্ষেও মত প্রকাশ করেন।প্রণব মুখার্জি বলেন, ‘আমি নিয়মিত বাংলাদেশ সম্পর্কে খবর রাখি।’ অতীতের বহু অভিজ্ঞতার কথা তিনি স্মরণ করেন আলাপচারিতায়। বলেন, ‘আপনাদের সরকার বাংলাদেশের জনতার বিষয়ে তাঁদের সুখ-দুঃখের বিষয়ে যেভাবে সচেতন তাতে আমরাও প্রতিবেশী দেশ হিসেবে গর্ব অনুভব করি।’ বৈঠক চলে প্রায় চল্লিশ মিনিট। এ সময় বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সেলিনা মোমিনও উপস্থিত ছিলেন।
শিরোনাম
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
- আগামী নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে
- বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে অঙ্গীকার পুনর্ব্যক্ত ডব্লিউটিও’র
- রাজনীতিতে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে : মামুনুল হক
- দুই শিরোপার নায়ক রাসেলকেই বাদ দিল কেকেআর!
- মানিকছড়িতে আব্দুর জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন