প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থিক উন্নতি গোটা বিশ্বের কাছে এক অনন্য উদাহরণ। ভারতের সাবেক রাষ্ট্রপতি ‘ভারতরত্ন’ প্রণব মুখার্জি দিল্লি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের সময় এই মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ফিরে যাওয়ার আগে দিল্লিতে রাজাজি মার্গে প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাঁকে বলেন, শেখ হাসিনা প্রমাণ করেছেন প্রাজ্ঞ ও দূরদর্শীসম্পন্ন এবং দৃঢ় নেতৃত্ব থাকলে কীভাবে একটি দেশকে টেকসই আর্থিক প্রগতির পথে উন্নীত করা যায়। পররাষ্ট্রমন্ত্রী ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান পাওয়ার জন্য প্রণব মুখার্জিকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে শনিবার তাঁর বাসভবনে যান। তিনি ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং জনতার পক্ষে ভালোবাসা ও শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানান। এই সময়েই তিনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রভূত এবং দ্রুত আর্থিক উন্নতির ভূয়সী প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া প্রসঙ্গে বলেন, ‘গোটা বিশ্ব দেখেছে কীভাবে শেখ হাসিনা মিয়ানমারের অত্যাচারিত বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন।’ প্রণব মুখার্জি মনে করেন এটা গণহত্যার শামিল। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত নৃশংস মানবিক অত্যাচার আর ঘটেছে কিনা জানা যায় না। পররাষ্ট্রমন্ত্রী তাঁকে মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল গড়ার প্রস্তাব সম্পর্কে অবহিত করেন। সাবেক রাষ্ট্রপতি এই বিষয়ে প্রয়োজন হলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান। তিনি অবিলম্বে তিস্তা পানি চুক্তি স্বাক্ষরের পক্ষেও মত প্রকাশ করেন।প্রণব মুখার্জি বলেন, ‘আমি নিয়মিত বাংলাদেশ সম্পর্কে খবর রাখি।’ অতীতের বহু অভিজ্ঞতার কথা তিনি স্মরণ করেন আলাপচারিতায়। বলেন, ‘আপনাদের সরকার বাংলাদেশের জনতার বিষয়ে তাঁদের সুখ-দুঃখের বিষয়ে যেভাবে সচেতন তাতে আমরাও প্রতিবেশী দেশ হিসেবে গর্ব অনুভব করি।’ বৈঠক চলে প্রায় চল্লিশ মিনিট। এ সময় বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সেলিনা মোমিনও উপস্থিত ছিলেন।
শিরোনাম
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
বাংলাদেশের উন্নতি বিশ্বে নজির
নয়াদিল্লি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর