শুক্রবার, ২২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

তবুও বেপরোয়া যানবাহন

খুলনায় ছাত্রী মিরপুরে শিক্ষকসহ সারা দেশে নিহত ৯ জন, রাজধানীতে ৬ হাজারের বেশি গাড়ির বিরুদ্ধে মামলা, প্রগতি সরণিতে মানববন্ধন, সিরাজগঞ্জে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

তবুও বেপরোয়া যানবাহন

মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া বাস -বাংলাদেশ প্রতিদিন

সড়কে মৃত্যুর মিছিল থামছেই না। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটছে সড়ক দুর্ঘটনা। অকালে প্রাণ যাচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক থেকে শুরু করে কর্মজীবী, সাধারণ মানুষ সবার। পঙ্গু হচ্ছেন হাজার হাজার মানুষ। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পথে বসছে অনেক পরিবার। এত মৃত্যুর পরও থামানো যাচ্ছে না সড়কের ‘মৃত্যুদূত’কে শুধু বেপরোয়া গতির যানবাহনের জন্য। গতকালও রাজধানীর মিরপুরে লরির ধাক্কায় মাদ্রাসাশিক্ষক, মানিকগঞ্জের পাখুরিয়ায় বাবা ও শিশু পুত্র, নরসিংদীতে স্কুলছাত্র, খুলনার রূপসায় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্রী, সিরাজগঞ্জে কলেজছাত্রসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন অন্তত নয়জন।

সিরাজগঞ্জে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সড়ক অবরোধ করে একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ছাত্র আবরার হত্যার প্রতিবাদে রাজধানীর প্রগতি সরণিতে মানববন্ধন করেছেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীতে ৬ হাজারের বেশি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। কিন্তু সড়ক দুর্ঘটনা রোধে এখন পর্যন্ত দৃশ্যমান ও কার্যকর কোনো পদক্ষেপই চোখে পড়ছে না। ফলে এখনো রাজধানীতে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করে যাত্রী ওঠানো-নামানোয় ব্যস্ত বেশির ভাগ গণপরিবহন। গতকাল রাজধানীর মিরপুরে তেলবাহী লরির ধাক্কায় মারা গেছেন মাদ্রাসাশিক্ষক আবদুর রাজ্জাক (৫২)। ভোর সাড়ে ৪টার দিকে কল্যাণপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। পরে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, ভোরে কল্যাণপুর বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় একটি তেলের লরির ধাক্কায় ঘটনাস্থলে রাজ্জাকের মৃত্যু হয়। তার বাড়ি মেহেরপুর সদর উপজেলায়। খুলনায় প্রথম শ্রেণির ছাত্রীর মৃত্যু : খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল সকালে রূপসা আনন্দনগর এলাকায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় আঁখিমণি (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে ওই এলাকার আকবার সরদারের মেয়ে ও স্থানীয় সুফিয়া আজিজ কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে আঁখিমণি বাড়ির পাশে দোকানে খাবার কিনতে যায়। ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রলির চালক মিলন শেখকে (৩৫) আটক করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নরসিংদীতে সপ্তম শ্রেণির ছাত্র নিহত : নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর বেলাবোর বারৈচায় কাভার্ড ভ্যানের চাপায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। কাভার্ড ভ্যানসহ চালকে আটক করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি (১৩) বেলাবো হোসেন আলী স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ও হোসেননগর বিলপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে। কলেজছাত্র নিহত, সড়ক অবরোধ : সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের কামারখন্দে কার্গো ভ্যানের চাপায় হৃদয় (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই পথচারী। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কার্গো ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, এসিআই এগ্রো লি. কোম্পানির কেমিক্যালবাহী একটি কার্গো ভ্যান গতকাল সকাল সাড়ে ৭টায় সিরাজগঞ্জ-নলকা নির্মাণাধীন চার লেন মহাসড়কে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারের পশ্চিম পাশে তিন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই হৃদয় মারা যান। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, গতকাল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাক উল্টে কাদির মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার বৈশ্বর গ্রামের সাঈদ মিয়ার ছেলে। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, বেড়তলা এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে একটি লরির সংঘর্ষ হয়। এতে ট্রাকটি উল্টে খাদে পড়ে গিয়ে তিনজন আহত হন। জেলা সদর হাসপাতে নেওয়া হলে চিকিৎসক ট্রাকচালক কাদির মিয়াকে মৃত ঘোষণা করেন। নাটোর প্রতিনিধি জানান, নাটোরের ডাল সড়ক এলাকায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় রফিক নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। রফিক সিংড়া উপজেলার সাঐল গ্রামের জালাল উদ্দিনের ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন ইয়ামিন ও জাহাঙ্গীর নামে দুই যাত্রী। ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির পুলিশ জানিয়েছে, গতকাল বেলা ১১টার দিকে স্থানীয় ওমর শরীফ চৌহানের ভাটার একটি মাটিবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক রফিক নিহত হন। চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, চট্টগ্রাম নগরের এ কে খান এলাকায় টেম্পো থেকে পড়ে আবুল কালাম (৫৩) নামে এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে।  গুরুতর অবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজধানীতে আজও সড়কে ছিলেন শিক্ষার্থীরা : গত মঙ্গলবার রাজধানীর প্রগতি সরণিতে দ্রুতগামী বাসের নিচে চাপা পড়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের প্রতিবাদে গতকালও সড়কে ছিলেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে মঙ্গলবার শুরু হওয়া আন্দোলন বুধবার সাত দিনের জন্য স্থগিত করা হলেও রাজধানীর কয়েকটি এলাকায় গতকালও সড়কে ছিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনে মানববন্ধন, কাকরাইল মোড়ে প্রাইভেট কার ও মোটরসাইকেলে কাগজপত্র চেক এবং উত্তরা হাউস বিল্ডিংয়ে ফুটওভার ব্রিজে ওঠার জন্য পথচারীদের সারিবদ্ধ করাতে দেখা যায় শিক্ষার্থীদের। আন্দোলনরত এই শিক্ষার্থীরা আগামী রবিবার প্রগতি সরণিতে আবারও মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন। গতকাল সোয়া ১১টার দিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), ইউনাইটেড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইউইউবি) ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) অর্ধশতাধিক শিক্ষার্থী প্রগতি সরণিতে জড়ো হলে পুলিশ তাদের চলে যেতে অনুরোধ করে। ৬ হাজারের বেশি মামলা : এদিকে চলমান ট্রাফিক সপ্তাহে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ৬ হাজার ৫৪৮টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এ ছাড়া ৩৩ লাখ ৫ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে ১১৩টি গাড়ি ডাম্পিং ও ৭৭০টি গাড়ি রেকার করা হয়েছে।

দুর্ঘটনার জন্য চালক একা দায়ী নন : সাবেক নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক  ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান বলেছেন, ‘শিক্ষার্থী নিহত হওয়া দুঃখজনক। তবে সড়ক দুর্ঘটনার জন্য শুধু ড্রাইভার একা দায়ী নন। দুর্ঘটনা নানা কারণে ঘটে। এখানে যে যে কারণগুলো আছে, সেগুলো দেখতে হবে।’ গতকাল রাজধানীর বনানীতে অবস্থিত বিআরটিএ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়ন কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর