শুক্রবার, ২২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

আবরারের নামে ফুটওভার ব্রিজের কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক

আবরারের নামে ফুটওভার ব্রিজের কাজ শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহম্মেদ চৌধুরীর নামে ফুটওভারব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে বাসচাপায় নিহত হয়েছিলেন এই শিক্ষার্থী। এ ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রী নিরাপত্তায় ওই স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। সরেজমিন দেখা যায়, গতকাল সকাল ৯টা থেকে কাজ শুরু করেছে নির্মাণ শ্রমিকরা। অতিদ্রুত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে নিয়োগ দেওয়া হয়েছে ঠিকাদার। যমুনা ফিউচার পার্কের উল্টোপাশে রাস্তায় মাটি খুঁড়ে শুরু হয়েছে ফুটওভার ব্রিজের পাইলিংয়ের কাজ।

কর্মরত শ্রমিক খলিলুর রহমান বলেন, ‘আমরা ৯ জন কাজ করছি। সকাল থেকে কাজ শুরু হয়েছে, সন্ধ্যা পর্যন্ত আমরা কাজ করব। অতিদ্রুত কাজ শেষ করার জন্য আমাদের তাগিদ দেওয়া হয়েছে। ফুটওভার ব্রিজ তৈরির ব্যাপারে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা যতদ্রুত সম্ভব ফুটওভার ব্রিজ তৈরির নির্দেশনা দিয়েছি। আশা করি দুই থেকে আড়াই মাসের মধ্যে এর কাজ শেষ হবে।

সর্বশেষ খবর