ফেনীর সোনাগাজীতে কেরোসিনের আগুনে দগ্ধ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলিম পরীক্ষার্থী নুসরাতকে সুস্থ করতে চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসে সাংবাদিকদের এসব কথা জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগ ও বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। নুসরাত ঢামেক বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন। সামন্ত লাল সেন আরও জানান, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গত শনিবার মাদ্রাসার প্রশাসনিক ভবনের ছাদে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এদিকে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের বিচার করা হবে বলে তার স্বজনদের আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে নুসরাতের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে এ আশ্বাস দেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নুসরাতের চিকিৎসার ব্যয়ভার বহন করার ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে অধ্যক্ষ গ্রেফতার হয়েছেন। অন্য জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এদিকে দগ্ধ নুসরাতের চিকিৎসার জন্য গতকাল আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেলে বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, নুসরাতের অবস্থা আশঙ্কাজনক। যে কোনো সময় যে কোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। গতকাল সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল পারভেজ জানান, শনিবারের ঘটনায় মাদ্রাসা বন্ধ রাখা হয়েছে। ১৬ এপ্রিল পর্যন্ত মাদ্রাসায় কোনো ক্লাস হবে না। শুধু পরীক্ষা চলবে। মাদ্রাসার অধ্যক্ষকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত। তাদের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার উত্তরচর চান্দিয়া গ্রামে। তিন ভাই ও এক বোনের মধ্যে নুসরাত তৃতীয়। গতকাল রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দগ্ধ নুসরাতকে দেখতে যান। নুসরাতের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালাম বলেন, আগুনে নুসরাতের শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে। পুড়েছে তার শ্বাসনালিও। তার অবস্থা আশঙ্কাজনক। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আল্লাহর ওপর সব ভরসা। বার্ন ইউনিটের সামনে নুসরাতের মাদ্রাসা শিক্ষক বাবা এ কে এম মুছা মানিক জানান, আইসিইউর ভিতরে আমার মেয়ে অনেক কষ্ট পাচ্ছে। যন্ত্রণায় ছটফট করছে। সবার কাছে মেয়েটির জন্য দোয়া চাই। আর যারা আমার মেয়ের এতবড় সর্বনাশ করেছে তাদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান জানান, গতকাল সোনাগাজী থানার তদন্ত কর্মকর্তা নুসরাতের জবানবন্দি নিয়ে গেছেন। আগুনে পুড়ে যাওয়া অবস্থায় নুসরাত একটি অডিও রেকর্ডে জানায়, সে সকালে আরবি প্রথমপত্রের পরীক্ষা দিতে মাদ্রাসা কেন্দ্রে যায়। মাদ্রাসা কেন্দ্রে পৌঁছলে এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের ওপর কেউ মারছে বলে তাকে ডেকে নেয়। সেখানে আরও চার-পাঁচজন মুখোশধারী ছাত্রী ছিল। তারা বলে অধ্যক্ষর নামে যে অভিযোগ করেছিস তা মিথ্যা বল। আমি বলি না। আমি যা বলেছি সব সত্যি। তারা বলে তোকে এখনই মেরে ফেলব। আমরা তোর সব খবর নিছি। তোর প্রেম সম্পর্কিত সব খবর আমাদের কাছে আছে। আমি বলি, আমি সব সত্যি বলেছি। আমি শিক্ষকদের সম্মান করি। কিন্তু শিক্ষক আমার গায়ে হাত দিয়েছে তার প্রতিবাদ করেছি। সঙ্গে সঙ্গে তারা আমার হাত-পা ধরে গায়ে আগুন লাগিয়ে দেয়। নুসরাতের পরিবারের অভিযোগ, গত ২৭ মার্চ ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজ উদদৌলা নিজ কক্ষে নুসরাতকে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন। এ ঘটনায় নুসরাতের মায়ের করা মামলায় অধ্যক্ষ এখন কারাগারে। এরই জের ধরে তার গায়ে আগুন ধরানো হতে পারে। নুসরাতের বাবা-মা এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং নুসরাতের সুচিকিৎসার দাবি করেছেন। এদিকে এসআই মো. কামাল হোসেন জানান, মাদ্রাসাটি পুলিশ পাহারায় থাকায় গতকাল কোনো ক্লাস হয়নি। এ ঘটনায় মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক আবছার উদ্দিন ও ছাত্র আরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। জানা গেছে, গত শনিবার মাদ্রাসার প্রশাসনিক ভবনের ছাদে বান্ধবীকে মারধর করা হচ্ছে- এমন খবর পেয়ে সেখানে যায় নুসরাত। যাওয়ার পরই তাকে ঘিরে ধরে বোরকা পরা চার-পাঁচজন ছাত্রী। তারা নুসরাতকে শাসাতে থাকে, অধ্যক্ষের বিরুদ্ধে কেন মিথ্যা অভিযোগ এনেছ। নুসরাতের জবাব ছিল, তার অভিযোগ সত্য এবং শেষ-নিঃশ্বাস থাকা পর্যন্ত এর প্রতিবাদ করে যাব। এ সময় ওই ছাত্রীদের কেউ তার হাত, কেউ তার পা ধরে এবং গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ২৭ মার্চ নুসরাতকে নিজ অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগে অধ্যক্ষ মাওলানা সিরাজ উদদৌলাকে আটক করে পুলিশ।
শিরোনাম
- চট্টগ্রামের সড়ক যেন মৃত্যুকূপ, ছয় মাসে নিহত আড়াইশো
- জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে টাঙ্গাইলকে ৪-১ গোলে হারাল নেত্রকোনা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৬৪৭
- রাঙামাটি লিগ্যাল এইডে সমাধান হবে ৮ মামলা
- নারায়ণগঞ্জে ২২৪ মন্ডপে দুর্গাপূজা
- ক্যান্সার আক্রান্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
- রাজনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি : আমীর খসরু
- নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি
- ফেলানীর ছোট ভাইকে চাকরি দিলো বিজিবি
- সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- খাগড়াছড়ির পাহাড়ে পূজার আমেজ, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গোৎসবে সারা’র আয়োজন
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
যন্ত্রণা নিয়ে লড়ছে নুসরাত
মেডিকেল বোর্ড গঠন, জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক ও ফেনী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর