ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আপনি যদি একটি দেশকে ধ্বংস করতে চান, প্রাথমিক পদক্ষেপ হচ্ছে একটি দেশের জেনারেশনকে নষ্ট করে দেওয়া। বিভ্রান্ত করে দেওয়া। পরস্পর পরস্পরকে ক্ষিপ্ত অশান্ত করে তোলা। এর সমস্ত কিছু বাংলাদেশে করা হচ্ছে। তার একটি অন্যতম হচ্ছে প্রশ্নপত্র ফাঁস ও ঢালাওভাবে জিপিএ-৫ দেওয়ার প্রবণতা। এটা করে আমরা মেকি অন্তঃসারশূন্য জেনারেশন তৈরি করেছি। সম্প্রতি একটি ইলেকট্রনিক মিডিয়াকে তিনি এসব কথা বলেন। তার বক্তব্যগুলো ফেসবুকে ভাইরাল হয়েছে। অধ্যাপক আসিফ নজরুল বলেন, আমি টিচার, আমি স্টুডেন্ট দেখেছি জিপিএ ডবল ফোর পাওয়া একটি লাইন লিখতে পারে না খাতার মধ্যে। আমি ডেকে জিজ্ঞাসা করলাম- তুমি পাস করলে কীভাবে। সে খুবই অবাক, সে কীভাবে পাস করেছে নিজেও জানে না। এমন স্টুডেন্ট দেখেছি প্রশ্নই পঞ্চাশ বার খাতায় লিখেছে। আমি জিজ্ঞাসা করলাম কীভাবে পাস করেছ। সে বলে- আমি তো এভাবেই লিখি। প্রশ্নই উত্তরপত্রে লিখে পাস করে এসেছে। কেউ নজর দেয়নি। আমাদের টিচারদের প্রতি ইন্সট্রাকশন ছিল- সবাইকে পাস করাতে হবে, সবাইকে ভালো নম্বর দিতে হবে। এটা অত্যন্ত জঘন্য একটি কাজ করা হয়েছে। বাংলাদেশের একটি জেনারেশনকে শেষ করে দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস, জিপিএ ফাইভ দেওয়া, ড্রাগসের অবাধ প্রবাহ ঢুকিয়ে দেওয়া হয়েছে। পর্নোগ্রাফির অবাধ প্রবাহ ঢুকিয়ে দেওয়া। অতি ইমোশনাল পলিটিক্যাল ইস্যুকে দেশের সবচেয়ে বড় ইস্যু করে তোলা। হানাহানি হিংসা-বিদ্বেষ ছড়িয়ে দেওয়া এবং আমাদের সবার গ্রহণযোগ্য ব্যক্তি ড. কামাল, ড. ইউনূস এমনকি মাশরাফিকে কনট্রোভার্সিয়াল করে দেওয়া হয়েছে। তিনি বলেন, সবাই ভালোবাসবে এ রকম কোনো জায়গা অবশিষ্ট রাখেনি। আমি বিশ্বাস করি না এটা পরিকল্পনাহীনভাবে করা হয়েছে। একটি পুরো জেনারেশনকে দিকবিভ্রান্ত, অন্তঃসারশূন্য করে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। যখন অন্য কেউ একটি দেশকে চরমভাবে শোষণ করতে চায়, সেই দেশের শাসন ব্যবস্থার মধ্যে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে তখন এই ধরনের প্রবণতা পৃথিবীর বিভিন্ন দেশে হয়। বাংলাদেশের ভবিষ্যতে দেখা যাবে কী মহৎ উদ্দেশ্যে ঢালাও জিপিএ ফাইভ দেওয়া হয়েছিল। এই জবাব একদিন মানুষকে দিতে হবে।
শিরোনাম
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
- মুরাদনগরের তিনজনকে পিটিয়ে হত্যা: তদন্তভার ডিবিতে, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা
- ১৮ দিনে ১৫০ কোটির দোরগোড়ায় ‘সিতারে জামিন পার’
একটা জেনারেশনকে শেষ করে দেওয়া হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর