ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আপনি যদি একটি দেশকে ধ্বংস করতে চান, প্রাথমিক পদক্ষেপ হচ্ছে একটি দেশের জেনারেশনকে নষ্ট করে দেওয়া। বিভ্রান্ত করে দেওয়া। পরস্পর পরস্পরকে ক্ষিপ্ত অশান্ত করে তোলা। এর সমস্ত কিছু বাংলাদেশে করা হচ্ছে। তার একটি অন্যতম হচ্ছে প্রশ্নপত্র ফাঁস ও ঢালাওভাবে জিপিএ-৫ দেওয়ার প্রবণতা। এটা করে আমরা মেকি অন্তঃসারশূন্য জেনারেশন তৈরি করেছি। সম্প্রতি একটি ইলেকট্রনিক মিডিয়াকে তিনি এসব কথা বলেন। তার বক্তব্যগুলো ফেসবুকে ভাইরাল হয়েছে। অধ্যাপক আসিফ নজরুল বলেন, আমি টিচার, আমি স্টুডেন্ট দেখেছি জিপিএ ডবল ফোর পাওয়া একটি লাইন লিখতে পারে না খাতার মধ্যে। আমি ডেকে জিজ্ঞাসা করলাম- তুমি পাস করলে কীভাবে। সে খুবই অবাক, সে কীভাবে পাস করেছে নিজেও জানে না। এমন স্টুডেন্ট দেখেছি প্রশ্নই পঞ্চাশ বার খাতায় লিখেছে। আমি জিজ্ঞাসা করলাম কীভাবে পাস করেছ। সে বলে- আমি তো এভাবেই লিখি। প্রশ্নই উত্তরপত্রে লিখে পাস করে এসেছে। কেউ নজর দেয়নি। আমাদের টিচারদের প্রতি ইন্সট্রাকশন ছিল- সবাইকে পাস করাতে হবে, সবাইকে ভালো নম্বর দিতে হবে। এটা অত্যন্ত জঘন্য একটি কাজ করা হয়েছে। বাংলাদেশের একটি জেনারেশনকে শেষ করে দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস, জিপিএ ফাইভ দেওয়া, ড্রাগসের অবাধ প্রবাহ ঢুকিয়ে দেওয়া হয়েছে। পর্নোগ্রাফির অবাধ প্রবাহ ঢুকিয়ে দেওয়া। অতি ইমোশনাল পলিটিক্যাল ইস্যুকে দেশের সবচেয়ে বড় ইস্যু করে তোলা। হানাহানি হিংসা-বিদ্বেষ ছড়িয়ে দেওয়া এবং আমাদের সবার গ্রহণযোগ্য ব্যক্তি ড. কামাল, ড. ইউনূস এমনকি মাশরাফিকে কনট্রোভার্সিয়াল করে দেওয়া হয়েছে। তিনি বলেন, সবাই ভালোবাসবে এ রকম কোনো জায়গা অবশিষ্ট রাখেনি। আমি বিশ্বাস করি না এটা পরিকল্পনাহীনভাবে করা হয়েছে। একটি পুরো জেনারেশনকে দিকবিভ্রান্ত, অন্তঃসারশূন্য করে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। যখন অন্য কেউ একটি দেশকে চরমভাবে শোষণ করতে চায়, সেই দেশের শাসন ব্যবস্থার মধ্যে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে তখন এই ধরনের প্রবণতা পৃথিবীর বিভিন্ন দেশে হয়। বাংলাদেশের ভবিষ্যতে দেখা যাবে কী মহৎ উদ্দেশ্যে ঢালাও জিপিএ ফাইভ দেওয়া হয়েছিল। এই জবাব একদিন মানুষকে দিতে হবে।
শিরোনাম
                        - মেলিসার তাণ্ডবে লন্ডভন্ড ক্যারিবীয় অঞ্চল, নিহত ৩০
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩০ অক্টোবর)
- প্যালেসের কাছে হেরে লিগ কাপ থেকে লিভারপুলের বিদায়
- ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
- পেন্টাগনকে পুনরায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ ট্রাম্পের
- ‘আমি সুন্দর হবো’ কনসার্টে গাইবেন সায়ান
- আজ ঢাকার বাতাসে কতটা দূষণ?
- রাজধানীতে ডিবির অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- সাময়িক বন্ধের পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি?
- হারের পর বোলারদের ‘সরি’ বললেন লিটন
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        