ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আপনি যদি একটি দেশকে ধ্বংস করতে চান, প্রাথমিক পদক্ষেপ হচ্ছে একটি দেশের জেনারেশনকে নষ্ট করে দেওয়া। বিভ্রান্ত করে দেওয়া। পরস্পর পরস্পরকে ক্ষিপ্ত অশান্ত করে তোলা। এর সমস্ত কিছু বাংলাদেশে করা হচ্ছে। তার একটি অন্যতম হচ্ছে প্রশ্নপত্র ফাঁস ও ঢালাওভাবে জিপিএ-৫ দেওয়ার প্রবণতা। এটা করে আমরা মেকি অন্তঃসারশূন্য জেনারেশন তৈরি করেছি। সম্প্রতি একটি ইলেকট্রনিক মিডিয়াকে তিনি এসব কথা বলেন। তার বক্তব্যগুলো ফেসবুকে ভাইরাল হয়েছে। অধ্যাপক আসিফ নজরুল বলেন, আমি টিচার, আমি স্টুডেন্ট দেখেছি জিপিএ ডবল ফোর পাওয়া একটি লাইন লিখতে পারে না খাতার মধ্যে। আমি ডেকে জিজ্ঞাসা করলাম- তুমি পাস করলে কীভাবে। সে খুবই অবাক, সে কীভাবে পাস করেছে নিজেও জানে না। এমন স্টুডেন্ট দেখেছি প্রশ্নই পঞ্চাশ বার খাতায় লিখেছে। আমি জিজ্ঞাসা করলাম কীভাবে পাস করেছ। সে বলে- আমি তো এভাবেই লিখি। প্রশ্নই উত্তরপত্রে লিখে পাস করে এসেছে। কেউ নজর দেয়নি। আমাদের টিচারদের প্রতি ইন্সট্রাকশন ছিল- সবাইকে পাস করাতে হবে, সবাইকে ভালো নম্বর দিতে হবে। এটা অত্যন্ত জঘন্য একটি কাজ করা হয়েছে। বাংলাদেশের একটি জেনারেশনকে শেষ করে দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস, জিপিএ ফাইভ দেওয়া, ড্রাগসের অবাধ প্রবাহ ঢুকিয়ে দেওয়া হয়েছে। পর্নোগ্রাফির অবাধ প্রবাহ ঢুকিয়ে দেওয়া। অতি ইমোশনাল পলিটিক্যাল ইস্যুকে দেশের সবচেয়ে বড় ইস্যু করে তোলা। হানাহানি হিংসা-বিদ্বেষ ছড়িয়ে দেওয়া এবং আমাদের সবার গ্রহণযোগ্য ব্যক্তি ড. কামাল, ড. ইউনূস এমনকি মাশরাফিকে কনট্রোভার্সিয়াল করে দেওয়া হয়েছে। তিনি বলেন, সবাই ভালোবাসবে এ রকম কোনো জায়গা অবশিষ্ট রাখেনি। আমি বিশ্বাস করি না এটা পরিকল্পনাহীনভাবে করা হয়েছে। একটি পুরো জেনারেশনকে দিকবিভ্রান্ত, অন্তঃসারশূন্য করে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। যখন অন্য কেউ একটি দেশকে চরমভাবে শোষণ করতে চায়, সেই দেশের শাসন ব্যবস্থার মধ্যে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে তখন এই ধরনের প্রবণতা পৃথিবীর বিভিন্ন দেশে হয়। বাংলাদেশের ভবিষ্যতে দেখা যাবে কী মহৎ উদ্দেশ্যে ঢালাও জিপিএ ফাইভ দেওয়া হয়েছিল। এই জবাব একদিন মানুষকে দিতে হবে।
শিরোনাম
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
একটা জেনারেশনকে শেষ করে দেওয়া হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর