চ্যালেঞ্জ ও নতুন স্বপ্ন নিয়ে আগামী ২০১৯-২০ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামাল প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছেন আজ। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের চলমান উন্নয়ন কর্মকা অব্যাহত রাখা ও উচ্চতর অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা এবং করের বোঝা সহনীয় করাই অর্থমন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জের কথা অবশ্য তিনি নিজেও একাধিকবার গণমাধ্যমকে জানিয়েছেন। ১১ জুন শুরু হওয়া জাতীয় সংসদের বাজেট অধিবেশনে গতকাল তিনি যোগ দেন। এর আগে মঙ্গলবার শারীরিকভাবে কিছুটা অসুস্থ বোধ করায় সেদিনই স্বাস্থ্য পরীক্ষা করান। এরপর গতকাল আবারও রাজধানীর এ্যাপোলো হসপিটালসে স্বাস্থ্য পরীক্ষার পর বিকালে তিনি সংসদ অধিবেশনে যোগ দেন। অভিষেক বাজেটে কী চমক নিয়ে আসছেন, তা দেখার অপেক্ষায় রয়েছে দেশের সর্বস্তরের মানুষ। জাতীয় সংসদে ডিজিটাল পদ্ধতিতে তিনি আজ বাজেট উপস্থাপন করবেন। এটি হবে স্বাধীন বাংলাদেশের ৪৯তম বাজেট। ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে এবারের বাজেট হবে ‘স্মার্ট’ বাজেট। তার এ বাজেটে থাকবে দেশের ১৬ কোটি মানুষের স্বপ্ন পূরণের অঙ্গীকার। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ টানা তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর তিনি আবুল মাল আবদুল মুুহিতের স্থলাভিষিক্ত হন। সংসদীয় আসন কুমিল্লা-১০ থেকে নির্বাচিত আ হ ম মুস্তফা কামাল বর্তমান আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি ছিলেন। তিনি একজন চার্টার্ড অ্যাকাউট্যান্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে বিজয়ী হওয়ার পর দশম জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে গত ৩ জানুয়ারি একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেন। পরে ৭ জানুয়ারি আওয়ামী লীগ তৃতীয়বারের মতো সরকার গঠন করলে তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পান। অর্থমন্ত্রী এরই মধ্যে একাধিকবার জানিয়েছেন, এবার বাজেট ঘোষণার পর একটি জিনিসের দামও বাড়বে না। এবারের বাজেট হবে সহজ ও সংক্ষিপ্ত ভাষায়। যা হবে জনগণের জন্য কল্যাণকর। কারও ওপর নতুন করে অতিরিক্ত করের বোঝা চাপানো হবে না। তবে করের আওতা বাড়ানো হবে। যারা করযোগ্য ব্যক্তি রয়েছেন প্রত্যেককে করের আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি। আবার একইভাবে সরকারের উন্নয়ন কর্মকা অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেছেন মুস্তফা কামাল। বিশেষ করে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন অর্থের জোগানে কোনো ধরনের সমস্যা না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। একই সঙ্গে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং গ্রামীণ জনপদের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবারের বাজেটে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ