বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের জ্যেষ্ঠ কিটতত্ত্ববিদ ড. বি এন নাগপাল বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার উৎসস্থল ধ্বংস করার বিকল্প নেই। নির্মাণ প্রকল্পের কারণে বাংলাদেশসহ বিভিন্ন দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। নির্মাণাধীন ভবনের এডিসের প্রজননস্থল ধ্বংস করলে ডেঙ্গুর প্রাদুর্ভাব ৪০ শতাংশ কমানো সম্ভব। গতকাল রাজধানীর স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, গবেষক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ উপস্থিত ছিলেন। এডিস মশার জীবন চক্র সম্পর্কে ড. বি এন নাগপাল বলেন, এডিস মশা স্বচ্ছ পানিতে জন্মায়। নির্মাণ প্রতিষ্ঠানগুলো সচেতন না হলে সিটি করপোরেশনের উচিত তাদের শাস্তির আওতায় আনা। মশা মারতে রাস্তা ও খোলা জায়গায় ফগিং করাকে মিথ হিসেবে উল্লেখ করেন এ কিটতত্ত্ববিদ। তিনি বলেন, এডিস মশা মারতে রাস্তা এবং খোলা জায়গায় ফগিং করা একটি মিথ। এর পরিবর্তে নিজেদের বাড়ি পরিষ্কার রেখে সকাল-সন্ধ্যা অ্যারোসল ¯ন্ডেপ্র করতে হবে। কারণ এডিস মশা বাড়ির ভিতরে থাকে। এ অঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। কিন্তু এডিস মশার প্রজনন উৎস চিহ্নিত করাই মূল বিষয়। এডিস মশা খুব অল্প পানিতে (৫ মিলি বা ১ চা চামচ পানি) ডিম পাড়ে যা পানি ছাড়াও প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে। এডিস মশার ডিম এক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এ সময় একটি বোতলের ঢাকনায় পানি দেখিয়ে তিনি বলেন, এটি দুই এমএল পানিতেও বংশবৃদ্ধি করতে পারে। ড. বি এন নাগপাল বলেন, এটি একটি স্মার্ট মশা। এটি দেয়ালে থাকে না। টেবিলের নিচে, বিছানা, সোফা, ঝুলানো কাপড় ও অন্ধকার জায়গায় থাকে। সে সব জায়গায় ¯ন্ডেপ্র করতে হবে। তিনি বলেন, আমাদের কমিউনিটিকে সঠিক বার্তা দিতে হবে। কারণ কমিউনিটির সম্পৃক্ততা ছাড়া এ রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয়। জনগণকে সম্পৃক্ত করলে ১০ দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব। এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ডেঙ্গু মোকাবিলায় দুই সিটি করপোরেশনের যে সক্ষমতা দেখানোর প্রয়োজন ছিল তারা তা দেখাতে পারেনি। তবে নাগরিক সমাজকেও এগিয়ে আসতে হবে। ৩৬৫ দিনই ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করতে হবে।
শিরোনাম
- ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি
- দেশের সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন
- সেবাগ্রহীতাদের সাথে দুর্ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
- পুরান ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে
- খালেদা জিয়ার সঙ্গে বিদেশ সফরে যাওয়ায় আমাকে প্লট দেওয়া হয়নি : রবি চৌধুরী
- গোবিন্দগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
- জিএমপির সাবেক কমিশনার নাজমুল করিম খান বরখাস্ত
- আসুন সবাই মিলে বাংলাদেশকে সত্যিকারের গণতান্ত্রিক দেশে পরিণত করি : মঈন খান
- দশম গ্রেডসহ তিন দাবি, তৃতীয় দিনের মতো শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান
- ভদ্ররা চুপ থাকে, অভদ্ররা ভাবে জবাব দিতে পারে না : প্রভা
- পদ্মার চরে ‘অপারেশন ফার্স্ট লাইট’, গ্রেপ্তার ৬৭
- কম্পিউটার চালু হতে সময় লাগে, এই সময়ের বেতন দাবিতে কর্মীদের মামলা
- বসুন্ধরা আবাসিকে ‘হেরিটেজ সুইটস’-এর তৃতীয় শাখা উদ্বোধন
- এমপি হলেও আছি, না হলেও আপনাদের পাশে আছি : শামীম
- অস্ট্রেলিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- রাজধানীতে আওয়ামী লীগের আরও ৩৪ নেতাকর্মী গ্রেফতার
- সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
- নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে : মির্জা ফখরুল
- বাংলাদেশকে ২৫ মিলিয়ন ক্রোন সহায়তার ঘোষণা ডেনমার্কের
- আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীতে মতবিনিময় সভা
এডিস মশার উৎস ধ্বংসের বিকল্প নেই
-ড. বি এন নাগপাল, কিটতত্ত্ববিদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর