বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের জ্যেষ্ঠ কিটতত্ত্ববিদ ড. বি এন নাগপাল বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার উৎসস্থল ধ্বংস করার বিকল্প নেই। নির্মাণ প্রকল্পের কারণে বাংলাদেশসহ বিভিন্ন দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। নির্মাণাধীন ভবনের এডিসের প্রজননস্থল ধ্বংস করলে ডেঙ্গুর প্রাদুর্ভাব ৪০ শতাংশ কমানো সম্ভব। গতকাল রাজধানীর স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, গবেষক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ উপস্থিত ছিলেন। এডিস মশার জীবন চক্র সম্পর্কে ড. বি এন নাগপাল বলেন, এডিস মশা স্বচ্ছ পানিতে জন্মায়। নির্মাণ প্রতিষ্ঠানগুলো সচেতন না হলে সিটি করপোরেশনের উচিত তাদের শাস্তির আওতায় আনা। মশা মারতে রাস্তা ও খোলা জায়গায় ফগিং করাকে মিথ হিসেবে উল্লেখ করেন এ কিটতত্ত্ববিদ। তিনি বলেন, এডিস মশা মারতে রাস্তা এবং খোলা জায়গায় ফগিং করা একটি মিথ। এর পরিবর্তে নিজেদের বাড়ি পরিষ্কার রেখে সকাল-সন্ধ্যা অ্যারোসল ¯ন্ডেপ্র করতে হবে। কারণ এডিস মশা বাড়ির ভিতরে থাকে। এ অঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। কিন্তু এডিস মশার প্রজনন উৎস চিহ্নিত করাই মূল বিষয়। এডিস মশা খুব অল্প পানিতে (৫ মিলি বা ১ চা চামচ পানি) ডিম পাড়ে যা পানি ছাড়াও প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে। এডিস মশার ডিম এক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এ সময় একটি বোতলের ঢাকনায় পানি দেখিয়ে তিনি বলেন, এটি দুই এমএল পানিতেও বংশবৃদ্ধি করতে পারে। ড. বি এন নাগপাল বলেন, এটি একটি স্মার্ট মশা। এটি দেয়ালে থাকে না। টেবিলের নিচে, বিছানা, সোফা, ঝুলানো কাপড় ও অন্ধকার জায়গায় থাকে। সে সব জায়গায় ¯ন্ডেপ্র করতে হবে। তিনি বলেন, আমাদের কমিউনিটিকে সঠিক বার্তা দিতে হবে। কারণ কমিউনিটির সম্পৃক্ততা ছাড়া এ রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয়। জনগণকে সম্পৃক্ত করলে ১০ দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব। এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ডেঙ্গু মোকাবিলায় দুই সিটি করপোরেশনের যে সক্ষমতা দেখানোর প্রয়োজন ছিল তারা তা দেখাতে পারেনি। তবে নাগরিক সমাজকেও এগিয়ে আসতে হবে। ৩৬৫ দিনই ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করতে হবে।
শিরোনাম
- বেনাপোলে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ডিসেম্বরে
- ইস্তাম্বুলে আলোচনার মধ্যেই আফগান-পাকিস্তান সীমান্তে নতুন সংঘর্ষ, নিহত ৩০
- চীনে বিশ্বের সর্বোচ্চ গতির ট্রেন, ঘণ্টায় ছুটবে ৪৫০ কিলোমিটার
- আর নয় গোপনে, প্রকাশ্যেই প্রেম করে বেড়াচ্ছেন জাস্টিন ট্রুডো ও কেটি পেরি
- মেট্রোরেল পুরোদমে চালু হচ্ছে শিগগিরই
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৪৩ মামলা
- মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের দাফন সম্পন্ন
- রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- বুয়েটে ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি
- তিনদিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম
- ৩০ মিনিটের ব্যবধানে দক্ষিণ চীন সাগরে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত
- জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মোন্থায়’ পরিণত, কখন-কোথায় আঘাত হানতে পারে
- আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ হবে আজ
- ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেফতার
- শাহজালালে অগ্নিকাণ্ড তদন্তে সহায়তায় ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল
- মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো জিতল রিয়াল
- ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, গাড়িতে আগুন
এডিস মশার উৎস ধ্বংসের বিকল্প নেই
-ড. বি এন নাগপাল, কিটতত্ত্ববিদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর