মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের সব টিভির সম্প্রচার কাল থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটে

নিজস্ব প্রতিবেদক

দেশের সব টেলিভিশন চ্যানেল আগামীকাল থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে পূর্ণাঙ্গভাবে তাদের অনুষ্ঠান সম্প্রচার শুরু করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম স্যাটেলাইটের বাণিজ্যিক সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করবেন।

গতকাল বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৩৫টি টেলিভিশন চ্যানেলের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর বাণিজ্যিক সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ৩৪টি চ্যানেল বর্তমানে সম্প্রচারে রয়েছে। আর ২৪ ঘণ্টার বিনোদন চ্যানেল ‘তিতাস’ পরীক্ষামূলক সম্প্রচারে আসছে। ড. শাহজাহান বলেন, আমরা এরই মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সামর্থ্যরে ৩০-৪০ শতাংশ বিক্রি করেছি। আগামী দিনগুলোয় বাকি সামর্থ্যও বিক্রির আশা করছি। তিনি আশা প্রকাশ করে বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পুরো সামর্থ্য বিক্রি করতে পারলে আট বছরের মধ্যে দেশীয় বাজার থেকে এর উৎক্ষেপণের পুরো খরচ উঠে আসবে। টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তির ভিত্তিতে এ সম্প্রচার কার্যক্রম পরিচালিত হবে। দেশের সব টিভি চ্যানেল তাদের অনুষ্ঠান সম্প্রচারের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর ৫টি ট্রান্সপন্ডারের সামর্থ্য প্রয়োজন হবে। এ ছাড়া বেক্সিমকো গ্রুপের কোম্পানি আকাশ পাঁচটি ট্রান্সপন্ডার ভাড়া নিয়ে ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচ স্যাটেলাইট টিভিতে অনুষ্ঠান সম্প্রচার করছে। উল্লেখ্য, টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশনের (অ্যাটকো) একটি প্রতিনিধিদল গত ২৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে সম্প্রচারের জন্য কর্তৃপক্ষের সঙ্গে আন্তরিকভাবে কাজ করছেন বলে জানিয়েছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর