মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পিকআপ ভ্যান থেকে পড়ে আহত

রংপুর প্রতিনিধি

পিকআপ ভ্যান থেকে পড়ে আহত

গতকাল জাতীয় সংসদে রংপুর-৩ আসনের উপনির্বাচনের গণসংযোগকালে পথসভায় পিকআপ ভ্যান থেকে পড়ে আহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে স্থানীয় প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে গতকাল রাতে সৈয়দপুর থেকে বিমানে ঢাকায় ফিরেন তিনি। গতকাল বিকাল ৫টার দিকে রংপুরের শাপলা চত্বরের পথসভায় যোগ দিতে গেলে এ ঘটনা ঘটে। এতে তাঁর হাতের তালু ফেটে গিয়ে রক্তাক্ত হয়। এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হাবিব, বিএনপি নেতা জহিরউদ্দিন স্বপন, রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ ছিলেন। এর আগে পায়রা চত্বরের পথসভায় বক্তৃতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, দেশে এখন ফ্যাসিবাদের শাসন চলছে। গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে আনতেই রংপুর-৩ উপনির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে। তিনি বলেন, বর্তমানে দুর্নীতি এবং দুঃশাসনে ভরে গেছে দেশ। এ থেকে মুক্তি পেতে হলে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে হবে। আওয়ামী লীগ সরকার ক্যাসিনো জুয়ার আড়ালে দেশকে বিক্রি করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ জনগণকে ক্যাসিনো দেখাল, খেলা শেখাল। তাদের নেতারা ক্যাসিনো জুয়ায় কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছে। বিদেশে টাকা পাচার করেছে। সরকার ক্যাসিনো জুয়া খেলার আড়ালে দেশকে জুয়ার দেশে পরিণত করেছে। এখন দেশকে বিক্রির ষড়যন্ত্র চলছে। বিএনপি মহাসচিব স্থানীয় জনগণের উদ্দেশে বলেন, আপনাদের এলাকার মানুষ, ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক মশিউর রহমান যাদু মিয়ার যোগ্য সন্তান রিটা রহমানকে বিএনপি মনোনয়ন দিয়েছে। আমরা বিশ্বাস করি, ধানের শীষের বিজয় মানে রংপুরের মানুষের বিজয়। কারণ এই রংপুরবাসী অতীতেও ধানের শীষের সঙ্গে ছিল। পথসভায় রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।

কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুল খালেক, ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইসরাক হোসেন প্রমুখ।

এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নেওয়ায় উজ্জীবিত হয়ে উঠেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বৃষ্টিতে ভিজে নগরীর চারটি পয়েন্টে পথসভায় অংশ নেওয়াসহ বিভিন্ন এলাকাতে তারা গণসংযোগও করেছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর