শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

গডফাদার ধরতে ২২ জেলায় গোয়েন্দা

নিজস্ব প্রতিবেদক

গডফাদার ধরতে ২২ জেলায় গোয়েন্দা

অপরাধ জগতের গডফাদারদের ধরতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত ২২ জেলায় ২২ জন গোয়েন্দা নিয়োগ দেওয়া হবে বলে কমিশনের ২২তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে ডে-কেয়ার সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুদক চেয়ারম্যান বলেন, এসব গোয়েন্দা কর্মকর্তা প্রতিটি জেলায় যারা মাদক ব্যবসা, সন্ত্রাস, খাস জমি দখল, ঘুষ-দুর্নীতিসহ বিভিন্ন অপরাধ জগতের গডফাদার হিসেবে আবির্ভূত হয়েছেন, তাদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য সংগ্রহ করে কমিশনের প্রধান কার্যালয়ে রিপোর্ট করবেন।

আবার অনেক পুরুষ কর্মকর্তা রয়েছেন যাদের স্ত্রী চাকরি করেন। তাদের সন্তানদের পরিপালনের বিষয়টি একটি উদ্বেগের কারণ। কমিশন তাদের উদ্বেগের বিষয়টি আমলে নিয়েছে। কমিশনের কর্মপরিবেশ আরও উন্নত করার জন্যই এই ডে-কেয়ার সেন্টারটি চালু করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, অর্থ পাচার শুধু বাংলাদেশের একক সমস্যা নয়। এটি বৈশ্বিক সমস্যা, আমাদের আশপাশের দেশগুলোতেও অর্থ পাচারের ঘটনা ঘটছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। ব্যাপক উন্নয়নও হচ্ছে। তবে কোনো কোনো ক্ষেত্রে যথাযথভাবে কাজ না করে অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। এগুলো নিয়ন্ত্রণে সরকারও কাজ করছে, দুদকও কাজ করছে। কমিশন থেকে বিভিন্ন প্রকল্প মনিটরিং করা হচ্ছে। এভাবে যারা সরকারি অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করছেন, তাদের আইনি প্রক্রিয়ায় ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর