ভাগ্য বদলের আশায় চার লাখ টাকা খরচ করে তিন মাস আগে সৌদি আরব গিয়েছিলেন সিলেট জেলার মোহাম্মদ সেলিম (২০)। গত বৃহস্পতিবার তাকে ফিরতে হয়েছে এক কাপড়ে। রাস্তা থেকে ধরে তাকে দেশে পাঠিয়ে দিয়েছে সৌদি পুলিশ। শুধু সেলিম নন, তার মতো ১০২ জন বাংলাদেশিকে বৃহস্পতিবার রাতে সৌদি আরব থেকে ফিরতে হয়েছে। অধিকাংশই ফিরেছেন শূন্য হাতে। অনেকেই ফিরেছেন শুধু পরনের পোশাকটা নিয়ে। রাত ১১ টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৪ ফ্লাইটে তারা দেশে ফেরেন। প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ফেরত আসাদের ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে জরুরি সহায়তা দেওয়া হয়। ফিরে আসা সেলিম বলেন, কোনো কারণ ছাড়াই রাস্তা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। কথা বলার কোনো সুযোগ না দিয়েই এক কাপড়ে দেশে পাঠিয়ে দিয়েছে। সেলিমের মতো একই পরিস্থিতির শিকার হয়ে বৃহস্পতিবার রাতে দেশে ফিরতে বাধ্য হয়েছেন সিলেটের আনহার, দুলাল মিয়া, মিন্নাত আলী, জামিল আহমেদ, মিনু রহমান, আনোয়ারসহ অনেকে। কেউ তিন মাস, কেউ ছয় মাস, কেউ ফিরেছেন এক বছরের মাথায়। একইসঙ্গে ফেরত আসা গাজীপুরের বাসিন্দা সাইফুল ইসলাম বিমানবন্দরেই চিৎকার করে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করার কথা বলছিলেন। তিনি বলেন, কোম্পানির কাজের কথা বলে পাঠানো হয়েছিল সৌদি আরবে। কোম্পানির কাজ পাওয়া তো দূরের কথা, সব হারিয়ে তিনি এখন নিঃস্ব। চলতি বছরে সৌদি থেকে ১৭৫ নারীসহ প্রায় চার হাজার বাংলাদেশি ফিরেছেন। এক দিন আগেই সৌদি থেকে ফেরেন আরও ১৮৩ বাংলাদেশি। আসে আটটি বাক্সবন্দী মরদেহ। ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বলেন, এই যে মানুষগুলো প্রতিদিন ফিরছেন, তাদের কথা শোনার কেউ নেই। ফেরত পাঠানোর বর্ণনা শুনে মনে হয় মানুষ নয়, গরু-ছাগল বেঁধে ফেরত পাঠাচ্ছে। বিমানবন্দরেই ফেরত আসা মানুষগুলোর কথা শুনে ঘটনার তদন্ত করা উচিত। কারা তাদের এভাবে বিদেশে পাঠাচ্ছে আর সৌদি আরবই বা কেন তাদের সঙ্গে এমন রূঢ় আচরণ করছে সেটা তলিয়ে দেখা দরকার।
শিরোনাম
- হারের পর বোলারদের ‘সরি’ বললেন লিটন
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
চার লাখ টাকা খরচে সৌদি গিয়ে ফিরলেন এক কাপড়ে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর