ভাগ্য বদলের আশায় চার লাখ টাকা খরচ করে তিন মাস আগে সৌদি আরব গিয়েছিলেন সিলেট জেলার মোহাম্মদ সেলিম (২০)। গত বৃহস্পতিবার তাকে ফিরতে হয়েছে এক কাপড়ে। রাস্তা থেকে ধরে তাকে দেশে পাঠিয়ে দিয়েছে সৌদি পুলিশ। শুধু সেলিম নন, তার মতো ১০২ জন বাংলাদেশিকে বৃহস্পতিবার রাতে সৌদি আরব থেকে ফিরতে হয়েছে। অধিকাংশই ফিরেছেন শূন্য হাতে। অনেকেই ফিরেছেন শুধু পরনের পোশাকটা নিয়ে। রাত ১১ টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৪ ফ্লাইটে তারা দেশে ফেরেন। প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ফেরত আসাদের ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে জরুরি সহায়তা দেওয়া হয়। ফিরে আসা সেলিম বলেন, কোনো কারণ ছাড়াই রাস্তা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। কথা বলার কোনো সুযোগ না দিয়েই এক কাপড়ে দেশে পাঠিয়ে দিয়েছে। সেলিমের মতো একই পরিস্থিতির শিকার হয়ে বৃহস্পতিবার রাতে দেশে ফিরতে বাধ্য হয়েছেন সিলেটের আনহার, দুলাল মিয়া, মিন্নাত আলী, জামিল আহমেদ, মিনু রহমান, আনোয়ারসহ অনেকে। কেউ তিন মাস, কেউ ছয় মাস, কেউ ফিরেছেন এক বছরের মাথায়। একইসঙ্গে ফেরত আসা গাজীপুরের বাসিন্দা সাইফুল ইসলাম বিমানবন্দরেই চিৎকার করে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করার কথা বলছিলেন। তিনি বলেন, কোম্পানির কাজের কথা বলে পাঠানো হয়েছিল সৌদি আরবে। কোম্পানির কাজ পাওয়া তো দূরের কথা, সব হারিয়ে তিনি এখন নিঃস্ব। চলতি বছরে সৌদি থেকে ১৭৫ নারীসহ প্রায় চার হাজার বাংলাদেশি ফিরেছেন। এক দিন আগেই সৌদি থেকে ফেরেন আরও ১৮৩ বাংলাদেশি। আসে আটটি বাক্সবন্দী মরদেহ। ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বলেন, এই যে মানুষগুলো প্রতিদিন ফিরছেন, তাদের কথা শোনার কেউ নেই। ফেরত পাঠানোর বর্ণনা শুনে মনে হয় মানুষ নয়, গরু-ছাগল বেঁধে ফেরত পাঠাচ্ছে। বিমানবন্দরেই ফেরত আসা মানুষগুলোর কথা শুনে ঘটনার তদন্ত করা উচিত। কারা তাদের এভাবে বিদেশে পাঠাচ্ছে আর সৌদি আরবই বা কেন তাদের সঙ্গে এমন রূঢ় আচরণ করছে সেটা তলিয়ে দেখা দরকার।
শিরোনাম
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর