শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

চাকরি শিক্ষা নির্বাচনে এগিয়ে যাচ্ছেন নারীরা

নিজস্ব প্রতিবেদক

চাকরি শিক্ষা নির্বাচনে এগিয়ে যাচ্ছেন নারীরা

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের নারী সমাজ বিভিন্ন বিষয়ে চাকরি, শিক্ষাক্ষেত্রে এবং স্থানীয় থেকে জাতীয় সব ধরনের নির্বাচনে এগিয়ে যাচ্ছেন। তাঁরা দেশ ও সমাজ গঠনে নানাভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। গতকাল রাজধানীর ব্র্যাক সেন্টার ইন-এ আয়োজিত ‘পলিসি ডায়ালগ-ফরমাল রিকগনিশন অব উইমেন্স অ্যান্ড অ্যাকাউন্টেড কন্ট্রিবিউশন’ শীর্ষক সেমিনারে তিনি প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, নারীরা অনেক এগিয়ে গেছেন। গ্রামে মুদি বা চায়ের দোকান চালান মহিলারা। অর্থনীতির ভাষায়, যেসব কাজ টাকায় পরিমাপ করা যায় না সেগুলো জিডিপিতে কোনো অবদান রাখতে পারে না। অর্থাৎ নারীরা গৃহস্থালি কাজ করলে তাতে যেহেতু অর্থ লেনদেন হয় না তাই এটি জিডিপিতে কোনো ভূমিকা রাখে না। তাই নারীদের যে সব কাজ টাকার অঙ্কে পরিমাপ করতে পারি সেগুলোকে জিডিপিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। আগামী বাজেটে এর একটি প্রতিফলন থাকবে। আন্তর্জাতিকভাবে যে সব স্বীকৃত পদ্ধতি আছে সেগুলো মেনেই হিসাব করতে হবে। নারীদের অস্বীকৃত ও অমূল্যায়িত কাজকে কীভাবে মূল্যায়ন করা যায়- সে বিষয়ে ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানকে একটি সুপারিশমালা দেওয়ার কথা বলেন অর্থমন্ত্রী।

 তিনি বলেন, আগামী বাজেটে উনার সুপারিশমালার একটি অধ্যায় থাকবে। অনুষ্ঠানে ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, ইউএনডিপির দারিদ্র্য বিমোচন বিভাগের সাবেক পরিচালক ড. সেলিম জাহান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর