মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ ০০:০০ টা

যেসব দেশে করোনা নেই এখনো

তানভীর আহমেদ

সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে কভিড-১৯ ভাইরাস। ওয়ার্ল্ডওমিটারস ডট ইনফোর তথ্যমতে, গতকাল পর্যন্ত ১০৯টি দেশ ও অঞ্চলে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। মাত্র ৮৬টি দেশ ও অঞ্চলে এখনো এ ভাইরাস ছড়ানোর প্রমাণ পাওয়া যায়নি। ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ার কারণে ঘণ্টায় ঘণ্টায় আক্রান্ত          অঞ্চলের তালিকা বদলাচ্ছে। করোনা আক্রান্ত দেশ ও অঞ্চলের মানচিত্র ঘেঁটে দেখা যাচ্ছে, আফ্রিকান ও লাতিন অঞ্চলের দেশগুলোতে এ রোগের সংক্রমণ কম। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি এখন ভয়াবহ রূপ নিয়েছে ইউরোপে। বর্তমানে করোনার প্রকোপ সবচেয়ে বেশি ইতালি ও ইরানে। নতুন করে আক্রান্ত রোগী বেড়েছে স্পেন ও বেলজিয়ামে। চীন ও দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলকভাবে কমছে। এ ছাড়া অন্যান্য অঞ্চলে খুব দ্রুত নতুন রোগীর সংখ্যা বাড়েনি। চীন ও দক্ষিণ কোরিয়া ছাড়া জাপানে নোঙর করা ডায়মন্ডস প্রিন্সেস জাহাজে একসঙ্গে সর্বোচ্চ রোগীর দেখা মেলে। গতকাল করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ১১ হাজার ৩৬৬ জন। এদের মধ্যে মারা গেছেন ৩ হাজার ৮৮২ জন এবং পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬২ হাজার ৬৬১ জন। ৪৪ হাজার ৮২৩ জন আক্রান্তের মধ্যে ৩৮ হাজার ৮৪৪ জন রোগীর অবস্থাই উন্নতির পথে। পুরো বিশ্বে ৫ হাজার ৯৭ জন আক্রান্ত রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে মনে করছেন চিকিৎসকরা। এই রোগে মৃত্যুহার সর্বোচ্চ ৩ শতাংশ। গতকাল বিকাল পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারস ডট ইনফোর তথ্যমতে, এখনো করোনামুক্ত দেশ ও অঞ্চলগুলো হচ্ছেÑ ইথিওপিয়া, তুরস্ক, তানজানিয়া, মিয়ানমার, কেনিয়া, উগান্ডা, সুদান, উজবেকিস্তান, এংগোলা, মোজাম্বিক, ঘানা, ইয়েমেন, ভেনেজুয়েলা, মাদাগাস্কার, কোতে দি ভিয়ের, উত্তর কোরিয়া, বুরকিনা ফ্যাসো, মালি, মালাউ, কাজাখস্তান, জাম্বিয়া, গুয়াতেমালা, সিরিয়া, চাদ, সোমালিয়া, জিম্বাবুয়ে, গিনি, রুয়ান্ডা, বেনিন, বুরুন্দি, বলিভিয়া, হাইতি, কিউবা, দক্ষিণ সুদান, চেক রিপাবলিক, হন্ডুরাস, তাজিকিস্তান, পাপুয়া নিউগিনি, সিয়েরা লিওন, লাওস, লিবিয়া, নিকারাগুয়া, ক্রিজিস্তান, এল সালভাদোর, তুর্কেমেনিস্তান, কঙ্গো, লাইবেরিয়া, মৌরিতানিয়া, পানামা, ইতেরিয়া, উরুগুয়ে, মঙ্গোলিয়া, জ্যামাইকা, নামিবিয়া, গাম্বিয়া, বতসোয়ানা, গেবন, লেসোতো, গিনি বিসুয়া, ইকোয়াতোরিয়াল গিনি, ত্রিনিদাদ ও টোবাগো, তিমুর লেসতে, মইরুত, সাইপ্রাস, ইওয়াতিনি, দিজবুতি, ফিজি, কমোরোস, গায়ানা, সলোমন আইল্যান্ড, মন্টিনিগ্রো, সুরিনেম, কাবো ভার্দে, ব্রুনাই, বেলিজি, বাহামা, ভানুয়াতু, বার্বাডোজ, সাওতোমি ও প্রিনসিপি, সামোয়া, সেন্ট লুসিয়া, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, গ্রানাডা, সেন্ট ভিনস্টে ও গ্রেনাদিনেস, টংগা, সেচেলিস, অ্যান্টিগুয়া ও বারবুডা, মার্শাল দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, পলাউ, তুভালু, নাউরু, হোলি সি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর