শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

গার্মেন্ট কারখানা বন্ধ থাকবে

খোলা রাখলে দায়িত্ব মালিকদের বিজিএমইএ বিকেএমইএর চিঠি

নিজস্ব প্রতিবেদক

গার্মেন্ট কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের চিঠি দিয়েছে এ খাতের দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএর সভাপতি।

বিজিএমইএর সভাপতি রুবানা হক বলেন, সরকারের সাধারণ ছুটি যত দিন, তত দিন পর্যন্ত কারখানা বন্ধের জন্য সবাইকে বলা হয়েছে। করোনা থেকে রক্ষায় সরকারের ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে সব তৈরি পোশাক কারখানা বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বন্ধ কারখানার শ্রমিকরা মার্চ-এপ্রিলের বেতন একসঙ্গে পাবেন বলেও জানান তিনি। তবে কোনো কারখানা মালিক চাইলে তার কারখানা খোলা রাখতে পারবেন। সে ক্ষেত্রে শ্রমিকদের সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে। কোনো শ্রমিক করোনায় আক্রান্ত হলে বা কোনো সমস্যা হলে এ ক্ষেত্রে কারখানার মালিককে দায়দায়িত্ব নিতে হবে বলে জানান রুবানা হক।

সর্বশেষ খবর