মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

সংবাদপত্র ছুটির আওতামুক্ত

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বা বন্ধের আওতায় পড়বে না সংবাদপত্র ও জরুরি পরিবহন। ২৪ মার্চ বিকালে মন্ত্রিপরিষদ সচিবের স্বাক্ষরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপরিবহন ব্যতীত অন্যান্য জরুরি পরিবহন যেমন ট্রাক, কার্গো, অ্যাম্বুলেন্স ও সংবাদপত্রবাহী গাড়ি যথারীতি চলবে। সেই সঙ্গে ওষুধ, খাদ্য প্রস্তুত শিল্পকারখানা, বাজার ও দোকানপাটের গাড়ি নিজস্ব ব্যবস্থাপনায় চলতে পারবে। পুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সংবাদপত্রবাহী গাড়ি, সংবাদপত্রের এজেন্ট, হকারসহ সংবাদপত্রসংশ্লিষ্ট সবাইকে এর আওতার বাইরে রাখা হয়েছে। সংবাদপত্রবাহী যানবাহনকে রাস্তায় স্বাভাবিক চলাচলের জন্য সব ধরনের সুযোগ দেওয়া হচ্ছে। একইভাবে সংবাদপত্র বিক্রির সঙ্গে জড়িতরা মানুষের বাড়ি বাড়ি যেতে পারছেন, তাঁদের বাধা দেওয়া হচ্ছে না। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম বলেন, জরুরি দায়িত্ব পালনে নিয়োজিত সাংবাদিক, চিকিৎসক, নার্স, চিকিৎসা সহকারী ও টেকনিশিয়ান, সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে বিশেষ যত্নশীল হওয়ারও নির্দেশনা ইতিমধ্যে দেওয়া আছে। সংবাদপত্র ও সংবাদকর্মী বহনকারী যানবাহন চলাচলে কোনো বাধা নেই বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সর্বশেষ খবর