বুধবার, ৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

রাজনীতিতে মানুষের আগ্রহই থাকবে না

-মহিউদ্দিন আহমদ

রাজনীতিতে মানুষের আগ্রহই থাকবে না

করোনা-পরবর্তী জীবন কেমন হবে তা এখনই স্পষ্ট করে বলা যাবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘প্রাণঘাতী করোনা কবে পালিয়ে যাবে- এ সম্পর্কে কোনো পূর্বাভাস কেউই দিতে পারছে না। সুতরাং আমরা এখনই বলতে পারব না, করোনা-পরবর্তী সময়ে জীবন স্বাভাবিক সচল হয়ে যাবে। বাস্তবে অনেক কিছুই পাল্টে যাবে। এত দিন যেভাবে রাজনীতি চলে এসেছে, তা আর  থাকবে না। রাজনীতির প্রতি এখন মানুষের কোনো আগ্রহ নেই। করোনা-পরবর্তী সময়ে রাজনীতির প্রতি কোনো আগ্রহই থাকবে না।’ গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। মহিউদ্দিন আহমদ বলেন, এখন মানুষ অনেক সমস্যায় আছে। সামনেও অনেক সমস্যা থাকবে। চলমান রাজনীতি মানুষের কোনো উপকারে আসে না। যা মানুষ দেখে, তা ক্ষমতাকেন্দ্রিক ব্যক্তিচর্চা। এ নিয়ে মানুষের তেমন কোনো আগ্রহ নেই। তিনি বলেন, একটা সময় ছিল, মানুষের রাজনীতি নিয়ে আগ্রহ ছিল। মানুষ রাজনীতি করতে চাইত। এখন সে প্রেক্ষাপট ভিন্ন। গত শতাব্দীর ষাট, সত্তর ও আশির দশকে যারা রাজনীতি করেছেন, তারা এখন বুড়ো। তারা চলে গেলে আর রাজনীতি থাকবেই না। এ ছাড়া এখনকার তরুণদের রাজনীতিতে কোনো আগ্রহ নেই। সুতরাং এ বুড়োদের প্রজন্ম শেষ হয়ে গেলে রাজনীতিতে আগ্রই থাকবে না। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ এও বলেন, মানুষের প্রয়োজন পড়লে একটা প্ল্যাটফরম দাঁড় করাবে। করোনাকালে যারা মানুষের পাশে দাঁড়িয়েছে, তারাও একটা প্ল্যাটফরম দাঁড় করাতে পারে। যারা কুকুরকে খাওয়াচ্ছে তারাও করতে পারে। আগের রাজনীতিতে আগ্রহ থাকবে না। রাজনীতি তত দিনই থাকবে, যত দিন এর প্রতি মানুষের আগ্রহ থাকবে। কিন্তু এখন মানুষের রাজনীতির প্রতি কোনো আগ্রহ নেই। ভবিষ্যতেও থাকবে না।

সর্বশেষ খবর