করোনা-পরবর্তী জীবন কেমন হবে তা এখনই স্পষ্ট করে বলা যাবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘প্রাণঘাতী করোনা কবে পালিয়ে যাবে- এ সম্পর্কে কোনো পূর্বাভাস কেউই দিতে পারছে না। সুতরাং আমরা এখনই বলতে পারব না, করোনা-পরবর্তী সময়ে জীবন স্বাভাবিক সচল হয়ে যাবে। বাস্তবে অনেক কিছুই পাল্টে যাবে। এত দিন যেভাবে রাজনীতি চলে এসেছে, তা আর থাকবে না। রাজনীতির প্রতি এখন মানুষের কোনো আগ্রহ নেই। করোনা-পরবর্তী সময়ে রাজনীতির প্রতি কোনো আগ্রহই থাকবে না।’ গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। মহিউদ্দিন আহমদ বলেন, এখন মানুষ অনেক সমস্যায় আছে। সামনেও অনেক সমস্যা থাকবে। চলমান রাজনীতি মানুষের কোনো উপকারে আসে না। যা মানুষ দেখে, তা ক্ষমতাকেন্দ্রিক ব্যক্তিচর্চা। এ নিয়ে মানুষের তেমন কোনো আগ্রহ নেই। তিনি বলেন, একটা সময় ছিল, মানুষের রাজনীতি নিয়ে আগ্রহ ছিল। মানুষ রাজনীতি করতে চাইত। এখন সে প্রেক্ষাপট ভিন্ন। গত শতাব্দীর ষাট, সত্তর ও আশির দশকে যারা রাজনীতি করেছেন, তারা এখন বুড়ো। তারা চলে গেলে আর রাজনীতি থাকবেই না। এ ছাড়া এখনকার তরুণদের রাজনীতিতে কোনো আগ্রহ নেই। সুতরাং এ বুড়োদের প্রজন্ম শেষ হয়ে গেলে রাজনীতিতে আগ্রই থাকবে না। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ এও বলেন, মানুষের প্রয়োজন পড়লে একটা প্ল্যাটফরম দাঁড় করাবে। করোনাকালে যারা মানুষের পাশে দাঁড়িয়েছে, তারাও একটা প্ল্যাটফরম দাঁড় করাতে পারে। যারা কুকুরকে খাওয়াচ্ছে তারাও করতে পারে। আগের রাজনীতিতে আগ্রহ থাকবে না। রাজনীতি তত দিনই থাকবে, যত দিন এর প্রতি মানুষের আগ্রহ থাকবে। কিন্তু এখন মানুষের রাজনীতির প্রতি কোনো আগ্রহ নেই। ভবিষ্যতেও থাকবে না।
শিরোনাম
- বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
- পাকিস্তান ক্রিকেটারদের মান নেই, সিঙ্গেলও নিতে পারে না: শোয়েব আখতার
- নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সবিতা
- খেলার বাইরে রাজনীতি: ভারত–পাকিস্তান ম্যাচে ইতিহাসে নজিরবিহীন বিতর্ক
- ফরিদপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় ২৪০ জনের বিরুদ্ধে মামলা
- ইসরায়েলকে রুখতে ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের
- শাহ আমানত বিমানবন্দরে হারানো ব্যাগ ফেরত পেলেন ইন্দোনেশিয়ান নাগরিক
- ভারতের কাছে পাকিস্তানের হারের প্রধান তিন কারণ
- বাঁশবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
- ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা
- পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় চালু হচ্ছে আজ
- আমেরিকার ‘মিত্র’ কাতারের প্রতি ইসরায়েলকে ‘খুব সতর্ক’ হতে হবে : ট্রাম্প
- ইসরায়েলের হামলায় গাজায় অর্ধশতাধিক নিহত, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২
- পদোন্নতির অপেক্ষায় সহস্রাধিক প্রভাষক
- সিডনির পাঞ্জবোলে নারায়ণগঞ্জ জালকুড়ির পুনর্মিলনী অনুষ্ঠিত
- ঠাকুরগাঁওয়ে মৃত্যুদাবির চেক হস্তান্তর
- স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা-ছুরিকাঘাত, অভিযোগ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে
- বগুড়ায় দুই হোটেলকে লাখ টাকা জরিমানা
- নাটোরে বাস-ট্রাকে তল্লাশি, ১৭৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৬৯৬ মামলা
রাজনীতিতে মানুষের আগ্রহই থাকবে না
-মহিউদ্দিন আহমদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর