শুক্রবার, ১০ জুলাই, ২০২০ ০০:০০ টা

স্পিকারের ভাষণে বাংলাদেশ প্রতিদিনের প্রশংসা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদনের প্রশংসা করলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে প্রসঙ্গক্রমে স্পিকার বলেন, করোনাকালীন সংকট মোকাবিলা করে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। তিনি বলেন, আজকের বাংলাদেশ প্রতিদিন ‘করোনার অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো বাংলাদেশ ভালোই সামাল দিচ্ছে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে। সেখানে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) ও এশিয়ান ইকোনমিক্স  রিচার্সের কো-হেড ফ্রেডারিক নিউম্যানের বক্তব্য তুলে ধরা হয়েছে। ফ্রেডারিক নিউম্যান বলেছেন, ‘করোনা মহামারী থেকে উদ্ভূত অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো বাংলাদেশ ভালোভাবেই সামাল দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন সময়ের সঙ্গে বৈশি^ক অর্থনীতি যেভাবে ধীর গতিতে খুলে যাচ্ছে, আস্তে আস্তে আবার সচল হয়ে উঠছে, ঠিক তার সঙ্গে খাপ খাইয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাও আবার ঘুরে দাঁড়াবে।’ এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অর্থনীতির গতানুগতিক গতিতে সেটা হবে না। গতানুগতিক যে রপ্তানি, গার্মেন্ট, তার পাশাপাশি বাস্কেট রপ্তানি কীভাবে ডাইভারসিটি করা যায় সেটা দেখতে। বাংলাদেশ প্রতিদিন এ বিষয়ে ‘করোনা সংকটেও রপ্তানি বেড়েছে ১৬ পণ্যে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে, সেখানে ওষুধ, পাট ও পাটজাত পণ্য, জুতা, সবজি, জাহাজসহ বিভিন্ন পণ্য রপ্তানির ওপর এ তথ্য রয়েছে। সেটাকে আমাদের প্রমোট করতে হবে। আমাদের কর্মসংস্থান বাড়াতে হবে। এ সময় তিনি উল্লেখ করেন, কর্মসংস্থানের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে চারটি কৌশল নির্ধারণ করেছেন, সেখানেও কর্মসৃজনকে প্রাধান্য দেওয়া হয়েছে। সরকারের যে টার্গেট ২০২৩ সালের ভিতরে দেড় কোটি কর্মসৃজন করা এবং ২০৩০-এর ভিতর তিন কোটি কর্মসৃজন করা। এটা করতে হলে তো অনেক কিছু করতে হবে। নিজে নিজে তো হবে না। এ জন্য সেবা খাতকে আরও জোরদার করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের গৃহীত পদক্ষেপ ও অর্থনীতিতে নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন স্পিকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর