রিয়াল মাদ্রিদের দায়িত্বে নিজের সময়টা ভালো না কাটলেও ক্লাবটির প্রতি ভালোবাসা অটুট কার্লো আনচেলত্তির। চলতি মৌসুমে শিরোপা-শূন্য থাকার শঙ্কায় থাকা রেয়ালের কোচিং প্যানেলে আসতে পারে বড় পরিবর্তন। ক্লাবটির সম্ভাব্য ভবিষ্যৎ কোচ হিসেবে জোর আলোচনা চলছে শাবি আলোন্সোর নাম।
আলোন্সোর প্রশংসায় ইতালিয়ান কোচ বলেন, “সে বায়ার লেভারকুজেন ছাড়ছে, এটা আমি শুনেছি। সে অসাধারণ কাজ করেছে এবং তার জন্য রেয়ালের দরজা সবসময় খোলা। কারণ, সে ইতোমধ্যেই নিজেকে বিশ্বের সেরা কোচদের একজন হিসেবে প্রমাণ করেছে।”
বর্তমানে রিয়ালে দ্বিতীয় মেয়াদে কোচ হিসেবে আছেন আনচেলত্তি। যদিও মৌসুমে তিনবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হার এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
শুক্রবার আলোন্সো জানিয়েছেন, বুন্ডেসলিগার চলতি মৌসুমের শেষ দুই ম্যাচ শেষে লেভারকুজেন ছাড়বেন তিনি। এরপর থেকেই জোরালো হয়েছে গুঞ্জন—আনচেলত্তির স্থলাভিষিক্ত হতে পারেন আলোন্সো।
রিয়ালের সঙ্গে নিজের আবেগের সম্পর্কের কথাও জানান আনচেলত্তি, “এই ক্লাবের সঙ্গে আমার হানিমুন কখনোই শেষ হয় না। যেমনটি মিলানের সঙ্গেও ছিল। এখানে কাটানো সময় ও সম্পর্কগুলো আমার হৃদয়ে গেঁথে আছে। চাপ কমে গেলে ভালোবাসা আরও বেড়ে যায়। রিয়ালের সঙ্গে আমার হানিমুন জীবনের শেষ দিন পর্যন্ত চলবে।”
তবে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ধারণা করা হচ্ছে, মৌসুম শেষে আনচেলত্তির বিদায় নিশ্চিত—আর তার স্থলাভিষিক্ত হিসেবে আলোন্সোকে নিয়েই রিয়াল ভবিষ্যতের পরিকল্পনা করছে।
বিডি প্রতিদিন/নাজিম