শুক্রবার, ১০ জুলাই, ২০২০ ০০:০০ টা

লকডাউন ওয়ারীতে আরও ১২ জন সংক্রমিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪১ নম্বর ওয়ার্ডে (ওয়ারীর একাংশ) গতকাল ষষ্ঠ দিনের মতো চলে লকডাউন। এদিন আরও ১২ জনের নমুনায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এখন পর্যন্ত সেখানে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৩ জনে, যা নমুনার প্রায় ৫০ শতাংশের কিছু বেশি।

করোনা পরীক্ষার জন্য বুধবার ওয়ারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী বুথে নমুনা দেন ২৬ জন। গতকাল তাদের ফল দেয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সংশ্লিষ্টরা। এদের মধ্যে ১৪ জনের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। পুরান ঢাকার ওয়ারী লকডাউন এলাকায় আগের দিন বুধবার আরও সাতজন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হন। গত ৪ জুলাই ভোর ছয়টা থেকে ওয়ারীর টিপু সুলতান রোড, যোগীনগর রোড ও ঢাকা-সিলেট মহাসড়ক (জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন), লারমিনি স্ট্রিট, হেয়ার স্ট্রিট, ওয়্যার স্ট্রিট, র‌্যাংকিন স্ট্রিট ও নবাব স্ট্রিট এলাকায় লকডাউন শুরু হয়। এ এলাকায় লক্ষাধিক মানুষের বাস। করোনা প্রতিরোধে আগামী ২৫ জুলাই পর্যন্ত ওয়ারীতে লকডাউন চলবে। ওয়ারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪১ নম্বর ওয়ার্ডের আওতাধীন। ডিএসসিসির স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ৪ জুলাই শনিবার করোনা পরীক্ষায় নমুনা দিয়েছিলেন ১৬ জন, তার মধ্যে সাতজন করোনা পজিটিভ। পরদিন রবিবার ১৯ জনের মধ্যে ১০ জন, সোমবার ১৬ জনের মধ্যে সাতজন, মঙ্গলবার ১৮ জনের মধ্যে সাতজন সংক্রমিত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর