শুক্রবার, ১০ জুলাই, ২০২০ ০০:০০ টা

জাফরুল্লাহর ৪২ দিন বাইরে যাওয়া ও কথা বলা নিষেধ

নিজস্ব প্রতিবেদক

জাফরুল্লাহর ৪২ দিন বাইরে যাওয়া ও কথা বলা নিষেধ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আগামী ৪২ দিন হাসপাতাল থেকে কোথাও না গিয়ে পূর্ণাঙ্গ বিশ্রামের নির্দেশনা দিয়েছেন চিকিৎসকরা। এই সময়ের মধ্যে গণমাধ্যমসহ বাইরের কোনো ভিজিটরের সঙ্গে কথা না বলারও পরামর্শ দিয়েছেন তারা। ডা. জাফরুল্লাহর গলার ব্যথা ও নিউমোনিয়া এখনো ভালো না হওয়ায় চিকিৎসকরা তাকে এ পরামর্শ দেন। গণস্বাস্থ্য হাসপাতালের অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের উদ্ধৃতি দিয়ে গতকাল গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানান।

মিন্টু আরও জানান, দায়িত্বরত চিকিৎসকরা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ৪২ দিন সম্পূর্ণ বিশ্রাম নিতে এবং কোনো ধরনের ভিজিটরের সঙ্গে দেখা ও কথা না বলতে পরামর্শ দেন। তাঁর গলার স্বর নিচু ও কাশি আছে। আস্তে আস্তে কথা বলেন। নিয়মিত কিডনি ডায়ালাইসিস করছেন। অক্সিজেন প্রয়োজন হয় না। তার শরীরে ভাইরাস সংক্রমণ আছে তবে অনেকটা নিয়ন্ত্রণে। তিনি নিয়মিত খাওয়া-দাওয়া ও (হাসপাতালের কক্ষের ভিতরে) হাঁটাহাঁটি করছেন। শারীরিক অবস্থাও গতকালের চেয়ে উন্নতির দিকে। পূর্ণ সুস্থ হতে তাকে আরও কমপক্ষে দুই মাস হাসপাতালে চিকিৎসা নিতে হতে পারে। রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে কিডনি ট্রান্সফারেন্ট বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি ও আইসিইউ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর