শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

কওমি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ৩ অক্টোবর পর্যন্ত বন্ধ

পরীক্ষাও নেওয়া হবে না জেএসসি জেডিসি

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক মাস তিন দিন বাড়িয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়েছে, কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এদিকে অন্য এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা (জেডিসি) গ্রহণ করা হবে না। পরীক্ষা দুটি বাতিলের প্রস্তাবসংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর পর তিনি এ বিষয়ে সম্মতি দিলে শিক্ষা মন্ত্রণালয় এ পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত জানায়। আগামী নভেম্বরে জেএসসি-জেডিসির প্রায় ২৫ লাখ শিক্ষার্থীর এ দুই পরীক্ষায় বসার কথা ছিল। এদিকে গতকাল সকালে গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সে ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিতকরণে দুটি পাওয়ার প্লান্ট, ১১টি গ্রিড সাবস্টেশন, ছয়টি নতুন সঞ্চালন লাইন উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যা কিছু করছি সব তোমাদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এখন করোনাকাল চলছে। তোমরা স্কুল করতে পারছ না। তার পরও বই আছে। তোমরা ভালো করে পড়াশোনা কর। পরীক্ষা তো হবে না, হয়তো প্রমোশন দিতে হবে। আমরা দেখছি কী করা যায়।’ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন গতকাল এ প্রতিবেদককে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তাই এ ছুটি বর্ধিত করা হয়েছে। কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে তা করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে। সচিব আরও বলেন, অষ্টম শ্রেণিতে বার্ষিক পরীক্ষা বা অন্য শ্রেণির বার্ষিক পরীক্ষা অথবা এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে প্রমোশন কীভাবে দেওয়া হবে তা পরে জানানো হবে। মাহবুব হোসেন আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও বিভিন্ন শ্রেণির অনলাইন ক্লাস চলবে। উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ১৭ মার্চ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। গত ১ এপ্রিল থেকে নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা মহামারীর কারণে স্থগিত হয়ে আছে। এবারের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষাও কেন্দ্রীয়ভাবে না নিয়ে স্কুলে বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা এসেছে সরকার থেকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর