শিরোনাম
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিরাপত্তা দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিরাপত্তা দিতে হবে

আলী ইমাম মজুমদার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনা ‘খুবই দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিরাপত্তা জোরদারের দাবি জানান। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে তিনি এ দাবি জানান।

আলী ইমাম মজুমদার বলেন, দিনাজপুরের এ ঘটনায় আমি মনে করি প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তার  (ইউএনও) বাসভবনে ‘হাউস গার্ড’ দেওয়া জরুরি। কাজের জন্যই তারা এলাকার বিভিন্ন জায়গায় চলাফেরা করেন। এ ক্ষেত্রে তাদের চলাচলের নিরাপত্তায় ‘গানম্যান’ দেওয়াও দরকার। তাহলে হুমকি-ধমকি মোকাবিলা করে ইউএনও স্বচ্ছন্দে কাজ করতে পারবেন। সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব বলেন, উপজেলা ক্যাম্পাসে অনেক সরকারি কর্মকর্তাই থাকেন। সেখানে সবার প্রধান ইউএনও। উপজেলা ক্যাম্পাসে যদি ইউএনওর বাসভবনে ‘হাউস গার্ড’ থাকে, তাহলে ওই ক্যাম্পাস মোটামুটি অনেকটাই নিরাপদ থাকবে। শুধু প্রভাবশালীদের হুমকি-ধমকিই নয়, চোর-ডাকাত থেকেও অনেকটা নিরাপদ থাকবে। তবে উপজেলা পর্যায়ের সব কর্মকর্তার জন্য পৃথক নিরাপত্তা জোরদার করা যাবে না। এ ক্ষেত্রে ইউএনওর বাসায় ‘হাউস গার্ড’ থাকলে উপজেলা ক্যাম্পাস অনেকটাই নিরাপদ থাকবে। তিনি বলেন, উপজেলার চিফ হিসেবে অবশ্যই প্রধান নির্বাহী কর্মকর্তার নিরাপত্তাকে বেশি জোরদার করতে হবে। তাকে অনেক কাজ করতে হয়। বিশেষ করে দখল হওয়া খাসজমি ও নদীদখল উদ্ধার করতে হয়। সেখানে প্রভাবশালী মহলের নানা ধরনের হুমকি-ধমকি থাকেই। এ ক্ষেত্রে ইউএনওর নিরাপত্তা জোরদার করা হলে তিনি এসব অবৈধ উচ্ছেদ করতে পারবেন। স্থানীয় পর্যায়ে পুলিশের সঙ্গে ইউএনওর কোনো দূরত্ব আছে কিনা জানতে চাইলে আলী ইমাম মজুমদার বলেন, ইউএনও উপজেলা পর্যায়ের পুলিশ ফোর্স চাইলে তা দিতে হবে। তাদের মধ্যে কোনো দূরত্ব আছে কিনা তা আমার জানা নেই।

সর্বশেষ খবর