শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ঘোড়াঘাটের ঘটনা রাষ্ট্রের জন্য অশনি সংকেত : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

ঘোড়াঘাটের ঘটনা রাষ্ট্রের জন্য অশনি সংকেত : ফখরুল

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর ওপর হামলার ঘটনাকে রাষ্ট্রের জন্য ‘অশনিসংকেত’ বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবার ওপর নির্মম হামলার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।

এ হামলার ঘটনা নিঃসন্দেহে রাষ্ট্রের জন্য অশুভ ও অশনিসংকেত। বিএনপি মহাসচিব গুরুতর আহত বাবা ও মেয়ের আশু সুস্থতা কামনা করেন। মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার সন্ত্রাসকে আশ্রয় করেই নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে। বিরোধী দল ও মতকে দমন করে যাচ্ছে রক্তাক্ত কায়দায়। এখন সরকারি কর্মকর্তারাও এদের হিংস্রতার শিকার। দেশে এখন আইন-কানুনের কোনো বালাই নেই। নানা অনাচার আড়াল করতেই গোটা দেশে দুষ্কৃতকারীদের প্রশ্রয় দিয়ে রক্তাক্ত কর্মসূচির ধারা অব্যাহত রাখা হয়েছে। এরই সর্বশেষ শিকার ওয়াহিদা খানম। মির্জা ফখরুল বলেন, দুষ্কৃতকারী যে-ই হোক আগে যদি তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হতো তাহলে ঘোড়াঘাট ইউএনও আক্রমণের শিকার হতেন না। তিনি বলেন, যে দেশে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ত্রাসীদের হাতে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করেন, সে দেশে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কত অনিশ্চিত তা ব্যাখ্যা করার অবকাশ নেই।

সর্বশেষ খবর