শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

জড়িতদের কেউ ছাড় পাবে না

নিজস্ব প্রতিবেদক

জড়িতদের কেউ ছাড় পাবে না

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় যারাই জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কী কারণে এমন ঘটনা ঘটল, তা জানতে কিছুটা সময় লাগবে। প্রকৃত ঘটনা জানতে পুলিশ ও র‌্যাব যৌথভাবে কাজ করছে। এ ঘটনায় যেই জড়িত থাকুক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে আমরা কাজ করছি। অপরাধী সে যত বড় জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তাই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্য নয়, পর্যায়ক্রমে মন্ত্রীদের বাসার নিরাপত্তার দায়িত্বে আনসার ব্যাটালিয়ন কাজ করবে। গত ২ সেপ্টেম্বর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবার ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইউএনওকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়। তিনি বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর