বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

কুমিল্লার বীরচন্দ্র পাঠাগার ও মিলনায়তন ভাঙা হবে না : সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার টাউন হল-সংলগ্ন ঐতিহ্যবাহী বীরচন্দ্র নগর মিলনায়তন ও পাঠাগার ভবন ভাঙা হবে না বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিভিন্ন গণমাধ্যমের সাংস্কৃতিক প্রতিবেদকদের ফেসবুক গ্রুপে দেওয়া এক পোস্টে গতকাল প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, কুমিল্লার এই স্থাপনাটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা এ কে ফজলুল হক, মহাত্মা গান্ধীসহ অনেক গুণীর স্মৃতিবিজড়িত স্থাপনা এটি। অনেক আগেই এটি গেজেটে অধিভুক্ত করার কথা ছিল। কিন্তু পাশেই কুমিল্লা ক্লাব থাকার কারণে তা সম্ভব হয়নি।

ঐতিহ্যবাহী বীরচন্দ্র নগর মিলনায়তন ও পাঠাগার ভবন রক্ষার বিষয়ে ৫০ বিশিষ্ট নাগরিকের বিবৃতির বিষয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, স্থাপনাটি ভাঙার বিষয়ে যে কথা উঠেছে সেটি ঠিক নয়। স্থাপনাটি ঠিক রেখে পাশেই একটি আধুনিক ভবন করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ বিষয়ে শিগগিরই গেজেট প্রকাশ করা হবে। তিনি বলেন, ‘যে কোনো ঐতিহাসিক স্থাপনা ১০০ বছর বয়স পার করার পর সেটি প্রত্নতত্ত্ব অধিদফতরের আওতায় চলে আসে। আমাদের কয়েক হাজার স্থাপনা আছে। এর মধ্যে ৫০৩টি স্থাপনা রয়েছে প্রত্নতত্ত্ব অধিদফতরের আওতায়। সবকটির এখনো গেজেট করা হয়নি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর