শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

দুর্নীতি রোধে কারও প্রতি শিথিলতা দেখানো যাবে না

আরাফাত মুন্না

দুর্নীতি রোধে কারও প্রতি শিথিলতা দেখানো যাবে না

ব্যারিস্টার শফিক আহমেদ

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতিসহ সব ধরনের দুর্নীতি রোধে দুর্নীতি দমন কমিশনকে কঠোর হতে হবে। কারও প্রতি শিথিলতা দেখানো যাবে না। একের পর এক প্রাতিষ্ঠানিক দুর্নীতির খবর সামনে আসার বিষয়টি নজরে এনে এর থেকে পরিত্রাণের উপায় জানতে চাইলে গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন।

শফিক আহমেদ বলেন, সাম্প্রতিক সময়ে ক্যাসিনোকান্ডসহ নানা ধরনের ঘটনা সামনে এসেছে। একের পর এক প্রাতিষ্ঠানিক দুর্নীতির ঘটনা সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করে। তাই এর সঙ্গে যদি সরকারি দলেরও কেউ জড়িত থাকে, তাদের ক্ষেত্রেও শিথিলতা দেখানোর সুযোগ নেই। এ ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনকে আরও বেশি শক্তিশালী হতে হবে। তাহলেই কেবল প্রাতিষ্ঠানিক দুর্নীতিসহ সব ধরনের দুর্নীতি বন্ধ করা সম্ভব। সাবেক আইনমন্ত্রী আরও বলেন, লাগাম ছেড়ে দিলে হবে না। যারা দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, অনুসন্ধান করে দুদককেই তাদের শনাক্ত করতে হবে। একই সঙ্গে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। এখানে কোনো রকমের শিথিলতা দেখালে তারা পার পেয়ে যাবে। তখন আর আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। ফলে জনগণের যে প্রত্যাশা তাও প্রতিফলিত হবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর