মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

কেন্দ্রের সমালোচনায় মমতা

কলকাতা প্রতিনিধি

কেন্দ্রের সমালোচনায় মমতা

আগামী বছরের গোড়ার দিকে (এপ্রিল-মে) পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন। তার আগে গতকাল রাজ্যটির বাঁকুড়া জেলার খাতরা এলাকায় একটি রাজনৈতিক জনসভা থেকে বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আলু, পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয়  জিনিসের দাম আকাশছোঁয়া হওয়ায় বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করে মমতা বলেন, ‘আলু, পিঁয়াজ, তেল এগুলো রাজ্যের অধীনে অত্যাবশ্যকীয় পণ্য আইনের আওতায় ছিল। কিন্তু এখন দিল্লি কী করেছে? আলু নিয়ে নিয়েছে। তারা আলু দিয়ে কী করবে? দিল্লির সরকার আলুর সরকার। ওরা সব আলু নিয়ে পালিয়ে গেছে। আপনারা আলু সিদ্ধ ভাতও খেতে পারবেন না। দিল্লি এই আইন তৈরি করেছে। এরা কৃষক, দলিত, সংখ্যালঘু, আদিবাসীদের সব কেড়ে নেবে। এদের আর একটা ভোটও নয়-এটা মনে রাখবেন।’ মমতা আরও বলেন, ‘এরা (বিজেপি) ক্ষমতায় এসেই বলবে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) চাই। তোমার বাবার জন্মের সনদ দাও, তোমার মায়ের সনদ দাও, তোমার ঠাকুমার সনদ দাও, তোমার ঠাকুর দাদার জন্মের সনদ দাও। আর তা না হলে তুমি বাংলা থেকে বেরিয়ে যাও। এটাই ওদের কাজ।’ বিজেপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে অনেক রাজনৈতিক দল আসবে। ভোটের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে রুপিও জমা দিয়ে দেবে। কিন্তু ওই রুপি ওদের জমিদারের রুপি নয়, ওই রুপি আপনাদের। তাই রুপি নেবেন, কিন্তু ভোট দেবেন না। নির্বাচনের সময় অনেকে অনেকের মতো আসবে, দাঙ্গা লাগাবার কথা বলবে। কিন্তু এ ব্যাপারে সজাগ থাকবেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর