সিঙ্গাপুরের ব্যাংকে বাংলাদেশির নামে এত টাকা এলো কোথা থেকে তা নিয়ে তৈরি হয়েছে নানান রহস্য। কোন সূত্র থেকে এত টাকা তার নামে ব্যাংকে জমা হলো তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। টাকার উৎস জানতে দেশের গোয়েন্দা সংস্থাগুলো মাঠে নেমেছে। সূত্র জানায়, দেশের কোনো উৎস থেকে এত বেশি সংখ্যক টাকা নিয়ে যাওয়া সম্ভব কিনা তা নিয়ে সংশয় রয়েছে সবারই। আর যদি বিদেশি কোনো সৎ উৎসের অর্থ হয়ে থাকে তাহলে সেই অ্যাকাউন্টের নমিনি থাকবে না কেন? তাই স্বভাবতই প্রশ্ন উঠেছে- এত বিশাল অংকের অর্থ আসলে কেন ওই ব্যক্তিকে দেওয়া হয়েছে বা কারা এ অর্থ দিয়েছে? এই অর্থ আসলে কী উদ্দেশ্যে ব্যয় করার জন্য দেওয়া হয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা সত্যি বিভিন্ন সময়ে দেশের অভ্যন্তর থেকে হুন্ডি, ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েসের মাধ্যমে টাকা পাচার হচ্ছে। কিন্তু সেই টাকার পরিমাণ এত বিশাল সংখ্যক নয়। সেটা কয়েক শ কোটি টাকা হতে পারে। কিন্তু কোনোভাবেই সেটা ৮ হাজার কোটি টাকার মতো পরিমাণ নয়। কারণ সুইস ব্যাংকগুলোতে এক বছরে সব বাংলাদেশির জমানো টাকার পরিমাণও ২০১৯ সালে ছিল ৫ হাজার ৩০০ কোটি টাকা। সেখানে একজনের নামে এক অ্যাকাউন্টে ৮ হাজার কোটি টাকা বিস্ময়কর ঠেকেছে সবার কাছেই। এর পেছনে কোনো রহস্য আছে সন্দেহ অর্থনৈতিক বিশ্লেষকদেরও। এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন, সিঙ্গাপুরে এক বাংলাদেশির নামে ১ বিলিয়ন মার্কিন ডলারের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ ৮ হাজার কোটি টাকারও বেশি। আশ্চর্যজনকভাবে এ বিপুল পরিমাণ অর্থের কোনো দাবিদারও নেই। বাংলাদেশ ওই টাকার মালিকানা দাবি করেছে। আলোচ্য ব্যক্তির নাম-পরিচয় জানতে চাইলে দুদকের আইনজীবী তা প্রকাশ করতে রাজি হননি। তবে অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেছেন, টিটি চুক্তি অনুযায়ী এখনই নাম প্রকাশ করা যাবে না। তবে গুঞ্জন রয়েছে, এ অ্যাকাউন্টের মালিকের বিরুদ্ধে ‘কোনো একটি মামলায়’ মৃত্যুদন্ড হয়েছে। তার স্ত্রী-সন্তানও আছেন, কিন্তু তারাও এ টাকার মালিকানা দাবি করতে যাচ্ছেন না।
শিরোনাম
- এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের