আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, এমপি একরামুল করিম চৌধুরীর অনাচার ও অনিয়মের বিচার চাই। নইলে নোয়াখালীতে তুমুল আন্দোলন চলবে। তিনি বলেন, জেলা আওয়ামী লীগ কমিটি বাতিল ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তিনি লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এ ছাড়া ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বলে আখ্যায়িত করে কটূক্তি করায় তিনি প্রতিবাদ জানান। এই সময় তিনি একরামুল করিম চৌধুরীর সমালোচনা করেন। গতকাল বিকালে এক বিক্ষোভ সমাবেশে তিনি বক্তৃতা করছিলেন।
এ সময় তিনি বলেন, যদি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয়, যদি নোয়াখালীর অপরাজনীতি বন্ধ করা না হয়, নোয়াখালীর প্রশাসনের বিভিন্ন জায়গায় যে খবরদারি বন্ধ করা না হয়, টেন্ডাবাজিসহ নানা অনিয়ম যদি বন্ধ করা না হয় আমরা লাগাতার ধর্মঘট চালিয়ে যাব। সন্ধ্যার পর থেকে বসুরহাট বাজারের বঙ্গবন্ধু চত্বরে মেয়র আবদুল কাদের মির্জা দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে লাগাতার ধর্মঘট শুরু করেন। পরে এক বিক্ষোভ মিছিল শেষে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা জানান, নোয়াখালী সদর আসনের এমপি ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী ওবায়দুল কাদেরকে কটূক্তি করেছে। তার সমর্থকরা বঙ্গবন্ধুকে নিয়েও কটূক্তি করেছে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        